ব্রিকস কী?

ব্রিকস (BRICS) হলো পাঁচ দেশের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট।শব্দের পূর্ণ অর্থ 

B=Brazil, R= Russia,  I= India, C= Chie, S=South Africa 

২০১০ সালের পূর্বে দক্ষিণ আফ্রিকা ব্রিকসের সদস্য হওয়ার পূর্বে সংগঠনটির নাম না ছিল ব্রিক (BRIC)

ধারণা করা হচ্ছে নতুন এই অর্থনৈতিক জোটটি নতুন কারেন্সি প্রচলন করলে ডলারের আধিপত্য কমবে।যেহেতু উক্ত পাঁচটির দেশের সম্মিলিত জিডিপি ১৬.০৩৯ ট্রিলিয়ন ডলার।যা মোট বিশ্ব সম্পদের ২০ শতাংশ। 

উক্ত দেশ পাঁচটি ছাড়াও  উরুগুয়ে ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসের সদস্য হয়েছে। 

নতুন করে বাংলাদেশ, আর্জেনটিনা, সৌদি আরব ও আলজেরিয়া ব্রিকসের সদস্য হতে পারে। 

উইকিপিডিয়ার মতে ২০১৪ সালে ব্রিকসের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়।বিশ্বের প্রায় ৩০০ মিলিয়ন লোকের প্রতিনিধিত্ব করছে তারা।অর্থাৎ মোট জনসংখ্যার ৪০ শতাংশ।

ব্রিকস কবে প্রতিষ্ঠিত হয়?

১৯৫৫ সালের এপ্রিলে আফ্রিকা ও এশিয়ার দেশগুলো শীতল যুদ্ধের প্রেক্ষাপটে ঐতিহাসিক বান্দুং সম্মেলনে এ ধরনের অর্থনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত হয়।২০০১ সালে গোল্ড ম্যান শ্যাক্সে (ব্যাংক) অর্থনিতীবিদ জিম ও'নিল দ্রত বর্ধনশীল উন্নশীল দেশগগুলোকে সম্মিলিত করার জন্য কাজ করেছিল। ২০৫০ সালে উক্তজোট বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করতে পারে এমন পরিকল্পনায়।২০০৬ সালে পূর্ণাঙ্গভাবে ব্রিক গঠিত হয়।২০০৯ সালে ১৬ জুন রাশিয়াতে ব্রিকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত  হয়।আর ২০১০ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে ব্রিক সম্মেলনে সাউথ আফ্রিকা যোগদানের পর ব্রিকস নামকরণ হয়।

ব্রিকসের হেড কোয়ার্টার কোথায়?

চীনের সাংহাইতে ব্রিকস টাওয়ারে ব্রিকসের হেড কোয়ার্টার। ব্রিকসে সদস্যরা এর অর্থদাতা।


ব্রিকস সম্মেলন ২০২৩

২০০৯ সালের ১৬ জুন রাশিয়াতে প্রথম ব্রিকস সম্মেলন হয়। ব্রিকস সম্মেলন ২০২২ সালের ২৩ জুন চীনের আহ্বানে ১৪ তম   অনুষ্ঠিত হয়। আর ১৫তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে  ১৫ আগস্ট ২০২৩ সাউথ আফ্রিকার আয়োজনে দুর্বানে।

ব্রিকস সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর



Previous Post Next Post