পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার উপায় 

চিনি বা চিনি জাতীয় খাবার খোলা অবস্থায় রাখলে পিঁপড়ার উৎপাত বাড়ে।মূহুর্তের মধ্যে চিনির পাত্রে প্রবেশ করে। চিনি পিপড়া, কালো পিপড়া বা সকল ধরনের পিঁপড়া থেকে মুক্তি পেতে নিচের ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করুন। 


১. চিনির পাত্রে লবঙ্গ রাখলে  সহজে পিঁপড়া বসে না।

২. তেজপাতা রাখুন। তাহলে পিঁপড়ে আসবে না।কারণ তেজপাতার গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। 

৩. চিনির পাশে মরিচ গুড়ো ছিটিয়ে দিন।

৪. যে পথ দিয়ে পিঁপড়া ঘরে প্রবেশ করে সেখানে কফি ছিটিয়ে দিতে পারেন। 

৫. পিঁপড়ে প্রতিরোধে শসার খোসা যথেষ্ট ভূমিকা রাখে।


পিঁপড়া কেন চিনিতে বসে?

পিঁপড়া যে শুধু চিনিতে আসে তা নয়।যেসব খাবারে ক্যালরি বেশি সেসব খাবারে তারা দ্রুত আসতে দেখা যায়।যেমন চিনি।চিনিতে জাতীয় খাবারে ক্যালরি বেশি। তারা বুঝতে পারে। ফলে চিনি শোষণ করে।পিঁপড়াদের ঘ্রাণ ক্ষমতা বেশি। 

চিনি থেকে পিঁপড়া দূর করার উপায়


Previous Post Next Post