প্লাস্টিকের প্রকারভেদ 

মানুষ দরকারবাদে বিশ্বাস করে। মানুষ জানে যে প্লাস্টিক পরিবেশের জন্য চরম ক্ষতিকর। প্লাস্টিকের ব্যবহার ও প্লাস্টিকজাত পন্য তৈরির কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন সব ধরনের প্লাস্টিক দিয়ে সব ধরনের পন্য তৈরি করা যায় না। খাদ্য-দ্রব্য রাখার প্লাস্টিক পন্য আলাদা তেমনি পাইপ তৈরি কিংবা ট্রে তৈরির প্লাস্টিক আলাদা হয়ে থাকে। তো জেনে নেয়া যাক আন্তর্জাতিক আইন মেনে কোন ধরনের প্লাস্টিক দিয়ে কী কী পন্য তৈরি করা যায়?

পলি-ইথিলিন টেরেফথালেট (Polyethylene terephthalate) : পানির বোতল, জুস ও সফট ড্রিংকসের বোতল, তেলের বোতল ইত্যাদি রাখতে পলি-ইথিলিন টেরেফথালেটের তৈরি প্লাস্টিক ব্যবহার করা হয়। 


হাই-ডেনসিটি পলি-ইথিলিন (High density polyethylene) : ওয়াশিং পাউডার, সাবান, ক্লিনিং এজেন্ট, লন্ড্রি ডিটারজেন্ট, শ্যাম্পুর বোতল ইত্যাদি রাখতে হাই-ডেনসিটি পলি-ইথিলিনের প্লাস্টিক ব্যবহার করা হয়।

পলিভিনাইল ক্লোরাইড (Polyvinyl Chloride) : ফল-মূল, মিষ্টি ও অন্যান্য খাদ্য সমগ্রীর ট্রে বানাতে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়।


লো-ডেনসিটি পলি-ইথিলিন (Low density polyethylene) : বোতল, শপিং ব্যাগ, বস্তা, গিফট পেপার তৈরিতে ব্যবহার করা হয়।


পলিপ্রোপাইলিন (Polypropylene): ফার্নিচার, লাগেজ, ভোগ্যপণ্য, খেলনা, গাড়ির বাইরের বডির অংশ। 


পলিস্টাইরিন (Polystyrene): খেলনা, শক্ত প্যাকিং, ভেন্ডিং কাপ,রেফ্রিজারেটর ট্রে, কসমেটিক ব্যাগস ইত্যাদি। 


অ্যাক্রাইলিক (Acrylic) , পলিকার্বনেট (Polycarbonate),পলি একটিক ফাইবার, নাইলন, ফাইবার গ্লাস তৈরিতে অন্যান্য প্লাস্টিক ব্যবহার করা হয়। 


Previous Post Next Post