উদ্ভিদের  পরাগায়ন কিভাবে হয় কিভাবে হয়? 

 নিষেকের অপর নাম গর্ভধান। 

বাতাসের সাহায্যে পরাগায়ন হয় কোন কোন উদ্ভিদের? 

উত্তর: ধান, গম,ইক্ষু বা আখ,  তাল ইত্যাদি। বায়ুর মাধ্যমে বেশিরভাগ ঘাস জাতীয় উদ্ভিদের পরাগায়ন ঘটে।

মূলের সাহায্যে প্রজনন হয় কোন কোন উদ্ভিদের? 

উত্তর: ডালিয়া, কাকরোল, মিষ্টি আলু, পটল, শতমূলী। 

কাণ্ডের সাহায্যে প্রজনন হয় কোন কোন উদ্ভিদের? 

উত্তর: আদা, হলুদ, বাঁশ, সজিনা,  পেঁয়াজ, কচু, কলমি থানকুনি, জিগা, ওল কচু। 

সাকারের সাহায্যে প্রজনন হয় কোন কোন উদ্ভিদের? 

উত্তর: আনারস, পুদিনা, কলা , চন্দ্রমল্লিকা। 

পাতার সাহায্যে প্রজনন হয় কোন উদ্ভিদের? 

উত্তর: থানকুনি। 

স্বপরাগায়ন হয় কোন কোন উদ্ভিদের? 

উত্তর: টমেটো,  শিম কানশিরা ইত্যাদি। স্বপরাগায়নে ফুল ফোটার আগেই পরাগায়ন ঘটে। 

প্রাণীর সাহায্যে  পরাগায়ন ঘটে কোন কোন উদ্ভিদের? 

উত্তর: মাদার,  শিমুল,  কদম,  বট ইত্যাদি উদ্ভিদের প্রাণীর সাহায্যে পরাগর ঘটে যেমন পাখি, বাদুর, শামুক ইত্যাদির মাধ্যমে। 

পানির মাধ্যমে পরাগায়ন ঘটে কোন কোন উদ্ভিদের? 

উত্তর: কাঁটা শ্যাওলা,  পাতা শেওলা,  ঝাউঝাজি ইত্যাদ। 

ডুমুর ফুলের পরাগায়ন ঘটে কিসের মাধ্যমে? 

  উত্তর: কালো পিঁপড়ার মাধ্যমে ।


Previous Post Next Post