সালোকসংশ্লেষনের তাপমাত্রা ও আলোক তরঙ্গ দৈর্ঘ্য 

photosynthesis শব্দটি প্রথম প্রচলন করে কর্ণেস ১৮৯৮ সালে।  

শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি বা ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে সালোকসংশ্লেষণ হয় না। সালোকসংশ্লেষনের জন্য সুবিধা জনক তাপমাত্রা হলো ২২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সালোকসংশ্লেষণ ঘটে মূলত প্লাস্টিডে যে জায়গায় ক্লোরোফিল আছে। ৪০০ থেকে ৪৮০ nm এবং ৬৮০ nm তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।

সালোকসংশ্লেষণ বিক্রিয়া 

সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ মূলত চারটি আলো পানি ক্লোরোফিল এবং কার্বন-ডাই-অক্সাইড। 

6CO+12H2O→আলো→C6H12O6+6O2+6H2O


উদ্ভিদ সম্পর্কে সাধারণ জ্ঞান 

Previous Post Next Post