মশা 

পৃথিবীতে প্রায় ৩৫০০ প্রজাতির মশা দেখতে পাওয়া যায়। এর মধ্যে সব প্রজাতির মশা কামড়ায় না।মেয়ে মশা ডিম পাড়ার সময় মানুষ ও পশু-পাখিকে কামড়ায়।রক্ত শোষণ করে। সব মশা জীবানু ছড়ায় না।বাংলাদেশে সবচেয়ে ভয়ানক জীবণুবাহিত মশার নাম এডিস মশা।

মশার খাদ্য 

আগেই বলেছি সব মশা রক্ত শোষণ করে না।শুধুমাত্র নারী মশা ডিম পাড়ার সময় হলে রক্তের সন্ধান করে।শুধু সাধারণত চিনি জাতীয় খাবার পছন্দ করে।কারণ এতে প্রচুর শক্তি রয়েছে। যেমন গাছের তরল রস, ফুল-ফলের মধু ও নির্যাস ইত্যাদি। মশাদের প্রবোসিস নামে বিশেষ অঙ্গ থাকে তা দিয়ে মশা ফুল ফলের রস শোষণ করে।মেয়ে মশাদের প্রবোসিস শক্ত বিধায় তারা মানুষের ত্বক ছিদ্র করে রক্ত শোষন করতে পারে।পুরুষ মশাদের সে ক্ষমতা নেই।পাল্পস নামে মশাদের আরেকটি অঙ্গ আছে তা দিয়ে মশারা গন্ধ অনুভব করতে পারে। আর অ্যান্টেনা (লম্বা পালক) দিয়ে একজন ব্যক্তির শ্বাস ও বায়ুর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শনাক্ত করে।

মশা কী খেয়ে বেঁচে থাকে?
Mosquito parts


Previous Post Next Post