এশিয়ার বৃহত্তম বালিকা বিদ্যালয় 

এশিয়ার সবচেয়ে বড় বালিকা বিদ্যালয়ের নাম কটন হিল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কটন হিল বিদ্যালয়টি কেরেলার রাজধানী তিরুবনন্তপুরমের ভাজুথাকাউড শহরে অবস্থিত।স্কুলটির মোট এরিয়া ৯ একর।বর্তমানে স্কুলটিতে প্রতি বছর ১০ হাজার মেয়ে কারিগরি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। 

কটন হিল স্কুলের ইতিহাস 

১৮৫৯ সালে মহারাজ শ্রী উথরাম থিরুনাল স্কুলটি তৈরি করেন। ১৯৩৫ সালে স্কুলটিকে উচ্চ বিদ্যালয়ে রুপান্তর করা।বর্তমানে বিদ্যালয়টি সরকারী সংস্কৃত কলেজের অধীনে পরিচালিত হয়। 

এশিয়ার  সবচেয়ে বড় বালিকা বিদ্যালয়
Cotton hill School 


Previous Post Next Post