wizerds eye বা যাদুকরের চোখ

সাইক্লোন বা ঘূর্ণিঝড় যে শুধু পৃথিবীতে হয় এমন নয়। এ জাতীয় ঝড় জোভায়িন (Jovain) গ্রহগুলোতেও দেখা যায় যেমন নেপচুনের ছোট ডার্ক স্পট। নেপচুনের ছোট ডার্কস্পটকে যাদু করের চোখ ( wizerds eye) নামে ডাকা হয়। এই ডার্কস্পটের ব্যাস সাধারণত গ্রেট ডার্ক স্পটের এক তৃতীয়াংশের সমান। এটি দেখতে অনেকটা  চোখের মত। তাই এটার নাম জাদুকরের চোখ বলা হয়। নেপচুনের ছোট ডার্কস্পট বা জাদুকরের চোখ ১৯৮৯ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন।কিন্তু  ১৯৯৩ সালে নাসার হাবল টেলিস্কোপ দিয়ে নেপচুনকে পর্যবেক্ষণকালে এটি আর দেখা যায় নি 


জোভায়িন গ্রহের বৈশিষ্ট্য 

এগুল গ্যাসীয় গ্রহ,কম ঘনত্ব ও গ্রহের পৃষ্ঠ শক্ত নয়।সূর্য থেকে বহু দূরে। জুপিটার (বৃহস্পতি),স্যাটার্ন (শনি),  নেপচুন, ইউরেনাস এই গ্রহগুলো জোভায়িন (Jovain) গ্রহ বলে।

জাদুকরের চোখ


Previous Post Next Post