কিভাবে সেলাই মেশিন আবিষ্কার হলো?


আমরা জানি বাংলাদেশের প্রধান রপ্তানি আয় তৈরি পোশাক থেকে।পোশাক তৈরিতে দরকার হয় সেলাই মেশিন।আপনি কি জানেন কিভাবে সেলাই মেশিন তৈরি হয়েছিল? কে সেলাই মেশিন তৈরি করে?  চলুন জেনে নেয়া যাক সেলাই মেশিনের ইতিহাস।

১৭৯০ সালে টমাস সেন্ট নামের এক ইংরেজ প্রথম সেলাই মেশিন তৈরি করে। কিন্তু সেটা ছিল চামড়া সেলাই করা মেশিন।১৭৯৪ সালে কিংবা ১৭৯৫ সালে টিমোমনিয়ার নামক এক ফরাসি দর্জি প্রথম কাপড় সেলাইয়ের মেশিন আবিস্কার করেন।৮০ টা সেলাই মেশিন নিয়ে লোকটি কারখানা তৈরি করেন। স্থানীয় দর্জিরা বেকার হতে পারে এমন আশঙ্কা করে কারখানায় হামলা চালায়। পুনরায় টিমোমনিয়ার কারখানা চালু করেন।কিন্তু তিনি সফল হতে পারে নি।

১৮৩৩ সালে ওয়াল্টার হান্ট নামে এক ফরাসি দর্জি তার চেয়ে উন্নতমানের সেলাই মেশিন তৈরি করে। এরপর ইলিয়াস হাউই নামক আরেক আবিষ্কারক হান্টের অনুকরণে আরেকটু উন্নত মেশিন আবিষ্কার করেন। কিন্তু সমস্যা হলো সূচ আর সূতা নিয়ে।সূতা সূচের পিছনে থাকায় সমস্যা তৈরি হয়।সেলাই করা জটিল ও কঠিন হয়ে উঠে।এর প্রায় ২৫ বছর পরে হাউই স্বপ্নে দেখে এক রেড ইন্ডিয়ান তাকে বল্লম দিয়ে মারতে চাইছে।বল্লমটির ডগা ফুটো।ঘুম থেকে উঠে হাউই এর মাথায় বুদ্ধি ঢুকলো।সূচের মাথা ফুটো করে সূতা দিয়ে সেলাই করলে সেলাই দ্রুত ও সুন্দর হবে।


সেলাই মেশিন আবিষ্কারের ইতিহাস
পুরোনো সেলাই মেশিন 


Previous Post Next Post