অর্কিমিডিস কিভাবে মারা যায়? 

আর্কিমিডিসের জন্ম ২৮৭ খ্রীস্টপূর্বে ইতালির  সিরাকাসে(সিসিলি)। সিসিলি তখন গ্রীসের অংশ।তখন সিসিলি প্রদেশের রাজা ছিল হায়রো।রাজা হায়রো খবর পেলেন রোমানরা সিসিল আক্রমণ করতে জাহাজ নিয়ে আসছে।রাজা চিন্তায় পড়ে গেলেন। তৎক্ষনাৎ বন্ধু বিজ্ঞানী,গণিতবীদ আর্কিমিডিসের শরণাপন্ন হলেন।আর্কিমিডিস সময় নিলেন।রাত দিন এক করে আবিষ্কার করেন আতসী কাঁচ। বড় বড় অর্ধচন্দ্রাকার আতসি কাঁচ আবিষ্কার করে তা সমুদ্র তীরে সাজিয়ে রাখলেন।শত্রু জাহাজ দেখামাত্র সূর্যের আলো প্রতিফলিত করে জাহাজে আগুন ধরিয়ে দিলেন। রোমানরা পরাজিত হলো।কিন্তু পরবর্তীতে রোমান সেনাপতি মার্সেলাসের আদেশে পুনরায় আক্রমণ চালায়।সমতল পথে।আদেশ ছিল আর্কিমিডিসকে যেন জীবিত ধরা হয়।তখন আর্কিমিডিস বালিতে জ্যামিতি আকিঁবুকিঁতে ব্যস্ত।এমন সময় রোমান সৈন্যরা তাকে হত্যা করে। বিজ্ঞানের জগতে এক অপূরণীয় ক্ষতি এটা।


আর্কিমিডিসের করুন মৃত্যু হয় যেভাবে


Previous Post Next Post