পলিথিন কে আবিষ্কার করেন 

ইংল্যান্ডের ইম্পেরিয়াল ইন্ডাস্ট্রীজ তাদের গবেষণাগারে এক নতুন ধরনের প্লাস্টিকের আবিস্কারের চেষ্টায় ছিলেন।তারা ইথিলিন ও পেট্রোলিয়ামের উপজাত মিশ্রিত করে নতুন সিন্থেথিক যৌগ তৈরি করতে গিয়ে দেখলেন উচ্চচাপেও অনুগুলো মিশছে না।রসায়নবিদরা লক্ষ্য করলেন যে অ্যালডিহাইড অপরিবর্তিত থেকে ইলিথিন সম্পূর্ণ এক নতুন পদার্থ আবিষ্কার হয়েছে। এই পলিথিনকে পলিথিন বলা হয়। 


পলিথিন আবিষ্কার হলো যেভাবে


Previous Post Next Post