প্যাঁচা রাতে জাগে কেন?

আমরা জানি প্যাঁচা দিনে ঘুমায় রাতে জেগে থাকে।তাই প্যাঁচাকে  পাহারাদার পাখি বলা হয়।রাত জেগে প্যাঁচারা ইঁদুর, ছুঁচো ও অন্যান্য পোকামাকড় খুঁজে শিকার করে।

প্যাঁচা রাতে দেখে কিভাবে? 

যেসকল প্রাণীর চোকে রডস্ এর সংখ্যা বেশি কিন্তু কোনস্  এর সংখ্যা কম সেসকল প্রাণী রাতে দেখতে পায়। যেমন প্যাঁচা। আর যেসকল প্রাণীর চোখে রডস্ এর সংখ্যা কম কিন্তু কোনস্ এর সংখ্যা বেশি তারা শুধু দিনে দেখতে পায়।

চোখের রডস্ কী?

চোখের রেটিনার ফটোরিসেপ্টর কোষ (Photoreceptor Cell) যা কম আলোতেও চোখের দৃষ্টিতে কাজ করে।এটা যে প্রাণীর যত বেশি সে প্রাণী কম আলোতেও ততো বেশি দেখতে পায়।এগুলো রেটিনার বাইরে থাকে।

চোখের কোনস্ কী?

এটাও ফটোরিসেপ্টর কোষ (Photoreceptor Cell)  হিসাবে কাজ করে।কালারফুল দৃষ্টি দেয়।রেটিনার কেন্দ্রে অবস্থান করে।

প্যাঁচা রাতে দেখতে পায় কিভাবে?


Previous Post Next Post