চোখ রাতে জ্বলার কারণ 

আমার জানি বেশিরভাগ প্রাণীর( জীব-জন্তু) চোখ রাতে জ্বলে।নীল আলো দেখায়।মনে হয় যেন চোখে রেডিয়াম দেয়া। টোপেটাম নামক এক ধরনের রঞ্জক কোষের কারণে কুকুর-বিড়ালের চোখ রাতে জ্বলে। 

টোপেটাম কী

টোপেটাম এক ধরনের রঞ্জক কোষ।যা চোখের রেটিনার পিছনে অবস্থিত।রেটিনা গৃহীত আলোকে প্রতিফলিত করে। 

বিড়াল কুকুরের চোখ রাতে জ্বলে কেন?


Previous Post Next Post