লাল ফসফরাস ও সাদা ফসফরাস এর বৈশিষ্ট্য
লাল ফসফরাস এর বৈশিষ্ট্য
(১) লাল ফসফরাসে কোন গন্ধ নাই ।
(২) গলনাঙ্ক ৫০০° - ৬০০° সেলসিয়াস।
(৩) CS2 এতে দ্রবীভূত হয় না ।
(৪) বাতাসে রাখিলে Phosphore- scence বা oxidation হয় না।
(৫) NaOH দ্রবণে কোন বিক্রিয়া হয় না ।
(৬) লাল ফসফরাস বিষাক্ত নয় ।
(৭) লাল ফসফরাস দুয়ে safety matches তৈরি করা হয়।
সাদা ফসফরাস এর বৈশিষ্ট্য
(১) সাদা ফসফরাসে গন্ধ রসুনের গন্ধের মত।
(2) সাদা ফসফরাসের গলনাঙ্ক ৪৪° সেলসিয়াস।
(৩) CS2 তে সহজে দ্রবীভূত হয় ।
(৪) বাতাসে Phosphorescence এবং oxidation হয়।
(৫) তপ্ত NaOH দ্রবণের সাথে বিক্রিয়ায় PH3 গ্যাস উৎপন্ন হয়।
(৬) সাদা ফসফরাসবিষাক্ত হয়।
(৭) সাদা ফসফরাস দিয়ে Lucifer matches এবং P2O5 প্রস্তুত করা হয়।
পৃথিবীর বহুদেশে অনিয়ন্ত্রিত সাদা ফসফরাসের ব্যবহার সাধারণ মানুষকে মারাত্মক হুমকিতে ফেলছে।
রুপান্তর
White phosphorus-কে ২৫০°C তাপমাত্রায় অক্সিজেন বিহীন পরিবেশে উত্তপ্ত করলে Red phosphorus উৎপন্ন হয় এবং একে ৫৫০°C তাপমাত্রায় উত্তপ্ত করলে পুনরায় White phosphorus পাওয়া যায় ।
Leave a Comment