আয়োডিন তৈরির প্রক্রিয়া 

 ১৮১১ সালে ফরাসী সম্রাট তখন নেপোলিয়ন । সেই সময় ফরাসী রসায়নবিদ বার্নার্ড কোর্টিস সামুদ্রিক উদ্ভিদ থেকে সোরা তৈরী করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা করছেন। কারণ যুদ্ধের গোলা-বারুদ তৈরী করতে সোরা অপরিহার্য। কিন্তু বার্নাড কোর্টিস বহু পরীক্ষা-নিরীক্ষা করেও সাফল্যলাভ করতে পারলেন না ।কিন্তু তার পরিবর্তে পেয়ে গেলেন আয়োডিন 

সামুদ্রিক উদ্ভিদের (sea weeds) ভস্ম Kelp-এর ভিতর অন্যান্য লবণের সাথে NaI ও KI থাকে। এই ভস্ম পানিসহ প্রথমে ফুটান হয়।ফলে বিদ্যমান আয়োডাইড প্রভৃতি পানিতে দ্রবীভূত হয়। অপদ্রব্যগুলো ছেঁকে স্বচ্ছ দ্রবণটি  গাঢ় করা হয়। এই গাঢ় দ্রবণ থেকে অপেক্ষাকৃত কম দ্রবণীয় সালফেট, ক্লোরাইড প্রভৃতি crystallised হয় । একে পরিশ্রুত করলে যে শেষ দ্রবণ পাওয়া যায় তাতে NaI ও KI থেকে যায় । এই শেষ দ্রবণের সাথে MnO2 H2SO4 মিশ্রিত করে উত্তপ্ত করা হয়। এই ক্রিয়ার ফলে আয়োডাইড জারিত হয়ে Iodine উৎপন্ন করে। Iodine বাষ্পাকারে পাতিত হইয়া থাকে।


আয়োডিন পাতন প্রক্রিয়া 

পাতন-ক্রিয়াটি সাধারণত  সীসার ঢাকনা বিশিষ্ট একটি ঢালাই লোহার retort-এ সম্পাদিত করা হয় এবং aludels নামক বোতলাকৃতি সারি সারি শ্রেণীবদ্ধ পাথরের গ্রাহকে Iodine সংগ্রহ করা হয় ।


আয়োডিন প্রস্তুত প্রণালী
Retort and Aludels


আয়োডিন এর ব্যবহার

ঔষধ শিল্পে, ল্যাবরেটরিতে মৃদু জারক হিসাবে। 

Previous Post Next Post