গোলোক শব্দের অর্থ কী? 

গোলোক (গো স্বৰ্গ - লোক ভুবন, য়ং - স ) সং, পুং, বৈকুণ্ঠ, কৃষ্ণের স্থান, পরমধাম ; শুদ্ধচিৎ ও পরাপ্রকৃতির নির্ম্মল বিহার- স্থান ; এই স্থানে মায়া প্রকৃতি পরা প্রকৃতির ন্যায় চিৎসংসর্গে অপেক্ষাকৃত মলিন ভাবে অতুল অনন্ত ঐশ্বর্য্যে বিভূষিতা হন। আধ্যাত্মিক বৈষ্ণবগণ ইহাকেই গোলোক ধাম নির্দেশ করিয়া থাকেন। শিং - ১" নি রাধারশ্চ বৈকুণ্ঠো ব্রহ্মাতানাং পরো বরঃ । তৎপরশ্চাপি গোলোকঃ পঞ্চাশৎ কোটি- যোজনাৎ।” ২। স্বর্গধাম। “ত্রয়াণামপি লোকানামুপরিষ্ঠান্নিবৎস্যসি। মৎপ্রসাদা বিখ্যাতো গোলোকঃ স ভবিষ্যতি।”

গোলোক শব্দের অর্থ


Previous Post Next Post