গুণ শব্দের অর্থ কী কী?

গুণ (গুণ মন্ত্রণা করা, অভ্যাস করা, গুণিত করা + অ (অল্) – ভা) সং, পুং, উৎকর্ষ । ২। আরত্তি । ৩। ত্যাগ। ৪। (+ অস্ - ধর্ম্ম) প্রকৃতির ধর্ম, যথা — সত্ত্ব, রজঃ, তমঃ । সত্ত্ব, রজঃ, তমঃ গুণের তারতম্য ভারত চন্দ্র  লিখেছেন

"নিরাকার ব্রহ্ম তিন রূপেতে সাকার, 

সত্ত্ব রজ গুমো গুণ প্রকৃতি তাঁহার ।

 রজোগুণে বিধি তাহে লোভের উদয়,

 তমোগুণে শিবরূপ অহঙ্কারময়। 

সত্ত্বগুণে নারায়ণ কেবল চিন্ময়,

 যুক্তি করি দেখ বিষ্ণু, বিন! মুক্তি নয়। 

তমোগুণে অধোগতি অজ্ঞানের পাকে,

 মধ্যগতি রজোগুণে লোভে বাহ্মা থাকে। 

সত্ত্বগুণে তত্ত্বজ্ঞান করতলে মুক্তি, 

অতএব হরি ভজ এই সার যুক্তি। 

ইথে বুঝি ব্রহ্মরূপ তমঃ বিনা নয়, 

নয়ন মুদিয়া দেখ বিশ্ব তমোময়।

 তমোগুণে অহঙ্কার দোষ কিবা দিবে,

অহঙ্কার নহিলে কি ভেদ ব্রহ্ম জীবে।

 সত্ত্ব রজঃ প্রভাব ক্ষণেক বিনা নয়, 

তমর প্রভাব দেখ চিরকাল রয়। 

রজোগুণে সৃষ্টি তাহে কেবল উদ্‌ভব, 

সত্ত্বগুণে পালন বিবিধ উপদ্রব।

 তমোগুণে প্রলয় কৈবল্য পরিণাম,

বুঝহ লক্ষণে আর মোক্ষ কার নাম।

 রজোগুণে কৌমার যৌবন সত্ত্বগুণে, 

তমোগুণে জয়া দেখ গুরু কোটিগুণে। 

রজোগুণে বিধি তার নাভিতটে স্থান,

 সত্ত্বগুণে বিষ্ণুর হৃদয়ে অধিষ্ঠান ।

তমোগুণে শিব তার ললাটে আলয়,

 ভাবি দেখ তমোগুণ কত উচ্চ হয়।" 

৫। মনের যে ধৰ্ম্ম থাকাতে লোক প্রশংসনীয় হয়, যথা— দয়া, দাক্ষিণ্য, বিনয়, সৌজন্য, ধৈর্য্য, গাম্ভীর্য্য, ঔদার্য্য, সাহস, পরাক্রম প্রভৃতি। ৬। যাতে আত্মার উৎকর্ষ সম্পাদন হয়, যথা—জ্ঞান, বিদ্যা, বুদ্ধি প্রভৃতি। ৭। যা থাকাতে শরীর সুন্দর বলিয় গণনীয় হয়, যথা—রূপ, লা- বণ্য, অঙ্গসৌষ্ঠব প্রভৃতি। ৮। অলঙ্কারে - রচনার উৎকর্ষণ্যঞ্জক ধৰ্ম্ম, যথা— প্রসার, সমতা, মাধুর্য্য,সুকুমারতা, অর্থব্যক্তি, উপ- রত্ব, ওজঃ, কান্তি ও সমাধি। ৯। যে ধৰ্ম্ম থাকাতে জড়পদার্থের পরস্পর ভেদ জ্ঞান হয়, যথ। শুক্ল, কৃষ্ণ, পীত; তিক্ত, মধুর, কাঠিন্য, মান্দব প্রভৃতি। শিং - ১ সর্ব্বৈ- রপি গুণেষু ক্তো নির্বীর্য্যঃ কিং করিষ্যতি। গুণীভূতা গুণাঃসর্রে তিষ্ঠতি চ পরাক্রমে ১০। (+ অস্ - ভা) ব্যাকরণে—স্বরের পরি বৃত্তিবিশেষ, যা ই ঈ স্থানে এ ; উ ঊ স্থানে ও স্থানে অব্; ৯ স্থানে স্ ১১। বার ; যথা—তিনগুণ, পাঁচ গুণ। শক্তি; যথা- রোগ নিবারণ করা ঔষধ্যে গুণ। ১৩। যে রজ্জ, মাগুলে বাঁধিয়া নৌক টানিয়া লইয়া যাওয়া যায়। ১৪। ফল উপকার; যথা- সত্যবাদী হওয়ার অশো গুণ। ১৫। এক অঙ্কদ্বারা অন্য অঙ্কে পুরণক্রিয়া, গুণন। ১৬। ন্যায়মতে - রূ রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথক্ত সংযোগ, বিভিন্ন, বিভাগ, পরত্ব, অপরং বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, যত্ন, গুরুত্ব দ্রবত্ব, স্নেহ, সংস্কার, ধর্ম্ম ও অধর্ম্ম । ১৭ যশঃ। ১৮। শরীরস্থ কফপিত্তাদি। ১৯ অপ্রধান। ২০। সূত্র,রজ্জ; যথা — গাে বিনা গুণে।” ২১। ধনুকের ছিলা। ২२ ইন্দ্রিয়। ২৩। অভ্যাস। ২৪। বৃদ্ধি। ২৫ দণ্ডনীতিতে – সন্ধি, বিগ্রহ, যান, আস দ্বৈধ, আশ্রয় এই ছয়। ২৬। (গো! শব্দজ) সং, ধলিয়া, ছালা। ২৭। পদাে স্বাভাবিক ধৰ্ম্ম । শিং - ১ “বিদ্যুদগুর কক্ষাঃ (বারিধরা)। ২৮। অংশ, ভাগ।

 - ১"আহারো দ্বিগুণঃ স্ত্রীণাং বুদ্ধিস্তা চতুগু ণা৷ ষড় গুণো ব্যবসায়শ্চ কামাই- গুণঃ স্মৃতঃ।” ২৯। অপ্রধান । ৩ । অক্ । ৬১। অঙ্গের ভূষণ, হরপার্বতীর বিবাহ- কালে হরের যে যে অঙ্গে বিভূতি ও ফণি- হার প্রভৃতি যে সমস্ত ভূষণ ছিল তাহা তত্তৎ স্থানে যথাক্রমে বরের ভূষণ চন্দন ও মণিহারাদিরূপে পরিণত হয়; যথা— “হরগুণ বরগুণ হইল এক ঠাঁই, মেনকা আনন্দে ঘরে লইলা জামাই। ৩২। ( + অস্ - ক) ভীমসেন। ৩৩। পাচক।


গুণ শব্দের যত গুণ


Previous Post Next Post