মুসলিম রাজত্বকালে হিন্দুদের অবস্থা

মুসলমানদের আমলে হিন্দুদের অধিকার 

আমরা আজ জানবো মুসলিম শাসকদের আমলে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থা কেমন ছিল?

 পৃথ্বীরাজের পরাজয়ের পর যখন মুসলিমরা ভারতে আসেন।দিল্লি শাসন করেন তখন থেকে শিক্ষিত হিন্দুগণ রাজদরবারের কোষাগারে চাকরি করতেন। মুসলিম রাজত্বকালে বাংলায় বহু হিন্দু জমিদার ছিল।মুর্শিদকুলি খাঁ ব্রাহ্মণ সন্তান। মুসলিম পরিবারে বেড়ে উঠেন।ইসলাম গ্রহণ করে মোগলদের রাজস্ব আদায়ের কাজ করেন। রাজা রামমোহন রায়ের পূর্ব পুরুষেরাও মোগল রাজ দরবারে কোষগারের চাকরি করতেন। তখন দিল্লি শাসন করতেন পাঠানরা।হোসেন শাহ শিশুকালে এক ব্রাহ্মণের অধীনে জীবিকা নির্বাহ করেছেন।তাই হিন্দুদের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। তার পুত্র নুসরাত শাহ বাবার মতই হিন্দুদের প্রতি অনুগ্রহ করেছেন। 

পরবর্তীতে মোগলদের আমলে বাদশাহ হুমায়ুন, বাবরও হিন্দুদের প্রতি বিশেষ দয়া দেখিয়েছেন। সম্রাট আকবরের আমলে হিন্দুরা ছিল সবচেয়ে সুখী।বহু হিন্দু রাজ দরবারে  কাজ করেছেন।ব্রাহ্মণরা নিস্কর জমি ভোগ করেছেন।আগরার হিন্দু দূর্গ যখন যমুনার ভাঙনে বিলীন হতে লাগলো  তখন আকবর শ্রীকৃষ্ণের বংশধর করৌলিরাজকে নিয়ে এসে নতুন দূর্গ তৈরি করেন।এরপর থেকে হিন্দু ব্রাহ্মণরা আকবরের দীর্ঘায়ু কামনা শুরু করলেন।এমনকি অনেকে বলতেন আকবর নাকি পূর্বজন্মে মুকন্দ ব্রাহ্মচারী সন্ন্যাসী ছিলেন।এজন্মে আকবর হয়ে জন্মছেন।বীরবর, টোডরমল্ল, ও মানসিংহ সম্রাট আকবরের ডানহাত ছিল।পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময়ও বাঙালী হিন্দুরা সুখেই ছিল।কিন্তু আওরঙ্গজেবের আমলে সম্পর্কের ভাঁটা পড়ে।মহারাষ্ট্রের হিন্দু জমিদার, রাজাদের সাথে শুরু হয় দ্বন্দ্ব। শিবাজি ও আওরঙ্গজেব মুখামুখি অবস্থান করেছেন। নবাব সুজাউদ্দীন, নবাব আলিবর্দি খাঁ ও সিরাজুদ্দৌলার  আমলেও হিন্দুরা রাজদরবার থেকে শুরু করে সৈনিকের চাকুরি পর্যন্ত   করেছেন। 

মুসলিম রাজত্বকালে হিন্দুদের অবস্থা



Blogger দ্বারা পরিচালিত.