Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.

মালিথা শব্দের অর্থ কী?

মালিথা শব্দের অর্থ 

 বেশিরভাগ বংশ ও পদবীর উৎপত্তি হয়েছে মূলত পেশা থেকে।প্রাচীন আমল থেকে মানুষের নামের সাথে পেশা, দেশ ও গোত্রের নাম যুক্ত করার প্রচলন ছিল।তো যুগ যুগ ধরে চলে আসা এসকল বংশ পদবীর সঠিক অর্থ ও আদিপুরুষের নাম বলা শক্ত। যেমন মালিথা।বাংলায় অনেকে নামের শেষে মালিথা যুক্ত থাকে।কিন্তু মালিথা অর্থ কী তা বলা একটু শক্ত। খুব সম্ভবত 

মালী+থা থেকে মালিথা শব্দের উৎপাত্তি।মালী শব্দের অর্থ যিনি মালা তৈরি করেন।তাকে মালাকারও বলা হয়। বা যিনি ফুল বাগানে কাজ করেন। আর "থা" অর্থ জায়গা বা স্থান। তবে কি মালিথা অর্থ যারা মালা তৈরি করেন তাদের থাকার জায়গা?আবার মালী  নামে একসময় এক রাজবংশ ছিল।যারা নম:শুদ্র।নমঃ শব্দটি নমস মুনি থেকে এসছে আর ১৯১১ সালের দিকে নমঃ এর সাথে শুদ্র যোগ করা হয়।মালাকার, অধিকার, পুরোকায়স্থ এরাও মালীরাজবংশেরই আলাদা গোত্র  বলে মনে করা হয়।যুগ যুগ ধরে চলে আসা এসকল বংশ পদবীর সঠিক অর্থ সবসময় পাওয়া মুশকিল।বহুআগে ভূঁইয়া মালী নামে এক লোক ছিল।যে বই কপি লেখার কাজ করতো রাজদরবারে। তবে দেশের বাইরে অর্থাৎ বৃটেন ও আয়ারল্যান্ডে মালিথা (Malitha) বংশ রয়েছে। যার অর্থ নেতা (Leader) বা ক্ষমতাধর। 


মালিথা শব্দের অর্থ কী?