Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.

বেলুন আবিষ্কারের মজার ইতিহাস

 বেলুন আবিষ্কার হলো কিভাবে?

প্রথম বেলুন আবিষ্কার করেন চীনার। কিন্তু বেলুনে উন্নতি করেন ফরাসিরা।১৭৮২ সালের দিকে ফরাসি এক কাগজ ব্যবসায়ীর ছেলে জোসেফ ও জ্যাক জন প্রথম আকাশে উড়া বেলুন আবিষ্কার করে।কাগজ দিয়ে বেলুন তৈরি করে তাতে গরম ধোয়া দিয়ে আকাশে উড়ানো হত।সমস্যা ছিল ধোয়া ঠান্ডা হলে বেলুন নেমে আসতো।১৭৮৩ সালের ৯ জুন তারা বিশালাকৃতির বেলুন তৈরি করে তাতে গরম ধোঁয়া দিয়ে একটি হাঁস, একটি মুরগি উড়ানো হয়।চারিদিকে হৈ চৈ পড়ে যায়।এ ঘটনার কয়েকদিন পরে পিলাতর দি রজিয়ে নামের এক ফরাসি যুবক প্রথম বেলুনে চড়ে আকাশ ভ্রমণ করেন।

১৭৮৪ সালে লুনাডি প্রথম অক্সিফোর্ড  শহরে বেলুনে চড়েন।

১৭৯৪ সালে বেলুন দিয়ে আবহাওয়া দেখা হতো।

১৮১১ সালে নেপোলিয়নের ছেলে সিংহাসন আরোহন করলে বেলুনে চড়ে এক মহিলা চারিদিকে ঘোষণা করে।

কিন্তু বেলুনকে আরো অধুনিক করেন প্রফেসর চার্লস।তিনি দেখলেন ধোঁয়াভরা বেলুনের সমস্যা অনেক।ঠান্ডা হলে বেলুন নেমে আসে। তিনি একটি বড় বেলুন তৈরি করে তাতে হাইড্রোজেন গ্যাস দিলেন। এবং উড়ালেন।হাজার হাজার ফুট উপরে উঠে বেলুন মেঘের আড়ালে হারিয়ে গেল। প্রফেসর চার্লস প্রথম বেলুনের  নামকরণ করেন। অর্থাৎ বেলুন Balloon নামের প্রবর্তক প্রফেসর চার্লস। এখন রাবারের বেলুন ব্যবহার হয়।


বেলুন আবিষ্কারের মজার ইতিহাস