Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৭/০৭/২০২৩

গাছ যেভাবে নিঃশ্বাস নেয়

 গাছের শ্বাস-প্রশ্বাস 

স্যার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে।যার প্রাণ আছে সে খাবার খাবে।ক্লান্ত হবে। বিশ্রাম নেবে।শ্বাস নেবে। মৃত্যু হবে এটা স্বাভাবিক। তো গাছ কিভাবে নিঃশ্বাস নেয়? তার তো নাক নেই।গাছেরও কি দম বন্ধ হয়ে আসে?গাছও কষ্ট পায়?গাছেরও কি মন আছে।চলুন অল্প কথায় এসমস্ত প্রশ্নের উত্তর জেনে নেয়া যাক।

গাছ কিভাবে নিঃশ্বাস নেয়?

ডাল-পালা,পাত ও শিকড়ের মাধ্যমে গাছ নিশ্বাস নেয়।গাছের পাতায় বিশেষ করে পাতার তলে বায়ুপথ বা সূক্ষ বরাবর ছিদ্র নল থাকে। গাছ এই বায়ুপথ দিয়ে বাতাস গ্রহণ করে ও ছাড়ে।খেয়াল করলে দেখবেন যেসকল গাছের পাতায় ধূলো-ময়লা থাকে সেকল গাছে বড় হতে চায় না।শুকিয়ে যায়। ধীরে ধীরে মারা যায়।কারণ ধূলোময়লাতে পাতায় থাকা বায়ুপথ বন্ধ হয়ে যায়।ফলে গাছের দম আটকে যায়।গাছ কষ্ট পায়।গাছ শিকড়ের মাধ্যমেও নিঃশ্বাস নেয়।মাটিতে থাকা বায়ু গ্রহণ করে। খেয়াল করলে দেখবেন গাছের গোড়ায় দীর্ঘদিন  পানি জমে থাকলে গাছ মারা যায়।কারণ গাছ শিকড়ের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করতে পারে না। ফলে দম বন্ধ হয়ে মারা যায়। কিন্তু যেসকল গাছের গোড়ায় সবসময় পানি থাকলেও মারা যায় না (ধান,কচু)এমন গাছ পাতা ও ডাঁটার মাধ্যমে শ্বাস নেয় যাকে স্টোমটা (Stomota)বলে।এখন প্রশ্ন হতে পারে নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় না কেন? গাছ বাদে অন্যপ্রাণীরা শারিরীক পরিশ্রম করে।ছোটাছুটি করে।তাই দ্রুত অক্সিজেন গ্রহণের প্রয়োজন হয়।গাছের তেমন দ্রুত  প্রয়োজন হয় না।তাই গাছের নিঃশ্বাস নেয়ার শব্দ পাওয়া যায় না। বেঁচে থাকার জন্য গাছেরও অক্সিজেন দরকার হয়।সালোকসংশ্লেষণের সময় গাছ কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে।আবার শিকড়ের মাধ্যমেও বায়ু হতে অক্সিজেন গ্রহণ করে।

গাছ যেভাবে নিঃশ্বাস নেয়