আসাম রাজার কাহিনী 

শোনা যায় কামতারাজ্যের রাজার সাথে গৌড়েশ্বর রাজ কন্যা সুশুদ্ধি গরম কুমারীর বিবাহ হয়।শ্রীহট্টের একটি অঞ্চলের নাম ছিল গৌড়েশ্বর।তো এক পুরোহিত পুত্রের সাথে সুশুদ্ধির অবৈধ সম্পর্কের জেরে কামতারাজ রাণীকে রাজপ্রাসাদ থেকে বের করে দেয়।গৌড়েশ্বর রাজা ঘটনাটি জানার পরে কামতারাজের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে।কামতার রাজা ভয়ে অহোম রাজ অর্থাৎ আসামের রাজা স্বর্গদেও সুহুফাও ডিহিঙ্গিয়ার (১৪৯৭-১৫৩৯ সাল) আশ্রয় গ্রহণ করেন।দীর্ঘকাল গৌড়েশ্বর রাজার সাথে আহোম রাজ ও কামতারাজের যুদ্ধ চলে।গৌড়েশ্বেরের সেনাপতি তুরবক শেষপর্যন্ত পরাজিত হয়ে আসামের রাজার সাথে নিজের মেয়ে বিয়ে দেয়। (Source: Assam Buranji edited by SK Bhuyan, 1945)

অহোমরাজের বিয়ে


Previous Post Next Post