Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.

বকশি বংশ ও বকশি শব্দের উৎপত্তি

 বকশি অর্থ কী? 

মোগল রাজত্বের সময় রাজদরবারে যারা কর্মে নিযুক্ত ছিল তাদের বিভিন্ন পদবী দেয়া হয়।পুরোনো পদবী ছেড়ে তারা নতুন পদবী ধারণ করে।পরবর্তীতে সে পদবী নিয়ে কিছু কিছু বংশের উৎপত্তি হয়।যেমন বকশি।যারা মোগল ফৌজ অর্থাৎ সেনাদের যাবতীয় হিসাব লিখে রাখতো সেসকল সেনা খাজাঞ্চিদের ফার্সি ভাষায় বকশি বলা হতো।অর্থাৎ বকশি ফার্সি শব্দ।সেই সময় বৌদ্ধ ভিক্ষুরা ছিল ভালো শিক্ষিত।এসকল অক্ষর জ্ঞান সম্পন্ন বৌদ্ধ ভিক্ষুরা মোগলদের ফৌজের যাবতীয় হিসাব লেখার কাজ করতো।তারাই পরবর্তীতে বকশি পদবী ধারণ করে বকশি বংশের সূচনা করে। ইংরেজিতে ক্লার্ক (Clerik) বলা হয়।যার প্রকৃত অর্থ সাধুসন্ন্যাসী। 


বকশি বংশ ও বকশি শব্দের উৎপত্তি