মীরবহর শব্দের অর্থ কী? 

 মীরবহর ফার্সি শব্দ। মোগল আমলে এ বংশের উৎপত্তি। আমীর আল বহর (Admiral of the fleet) থেকে মীরবহর শব্দের উৎপত্তি। বাংলার কিছু কিছু জায়গায় মীরবহর বংশের দেখা পাওয়া যায়। মীরবহর বংশের আদিপুরুষগণ নৌবাহিনী, বা নৌবহরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করতেন।


মীরবহর বংশের উৎপত্তি


Previous Post Next Post