হাজরা বংশের উৎপত্তি
হাজরা শব্দের অর্থ কী?
হাজরির অপভ্রংশ হলো হাজরা।বলা হয় একসময় ব্রাহ্মণ গোত্রের এক বংশের ২৬ তম পুরুষ থেকে হাজারি বা হাজরা বংশের উৎপত্তি। মোগল আমলে এই বংশের সৃষ্টি বলে মনে করা হয়।দশ জন সেনার অধিনায়ক হতো এক পদিক, দশ পদিকে প্রধান ছিল এক সেনাপতি। দশ সেনাপতর প্রধান হলেন এক নায়েক।অর্থাৎ সহস্র সেনার প্রধান নায়ক।তাই হাজার লোক যার অধীনে তিনি হাজারি।আর হাজরি থেকে হাজরা শব্দের উৎপত্তি। হাজরা পদবী শুধু যে বাংলায় পাওয়া যায় তা নয়।পুরো ভারতবর্ষে পদবীটি রয়েছে।
Leave a Comment