লাল আলো বেশি দূর থেকে দেখা যায়।

বিপদ সংকেতে লাল আলো ব্যবহার হয়।

লাল আলোর প্রতিফলন সবচেয়ে বেশি। 

লাল আলোতে দর্শন ক্ষমতা সবচেয়ে বেশি। 

শহরের রাস্তায় ট্রাফিক লাল-হলুদ-সবুজ-লাল ক্রমানুসারে চলে।

তিনটি মৌলিক বর্ণ লাল, নীল,সবুজ 

টেলিভিশনের মৌলিক তিন রং লাল,আসমানী, সবুজ।

লাল+সবুজ= হলুদ 

লাল+আকাশী/নীল= বেগুনি 

লাল+নীল+সবুজ= সাদা

লাল আলোতে লাল বর্ন ব্যতীত যে কোন রঙের বস্তু কালো দেখায়।

লাল আলো সবুজ পাতা ও ফুল দ্বারা শোষিত হয়।কারণ কোন বর্ণ প্রতিফলিত হয় না।

লাল আলোতে নীল ফুল কালো দেখায়।

লাল আলোতে সবুজ জামা কালো দেখায়।

সোডিয়াম লাইটের হলুদ আলোতে লাল কাপড় কালো দেখায়।

লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ৭৮০০ À-৬৪০০À

লাল আলোর বৈশিষ্ট্য


Previous Post Next Post