কালো ধোঁয়া ও সাদা ধোঁয়ার কারণসমূহ


'ইঞ্জিনের কালো ধোঁয়া' বের হওয়ার কারণ 

১. রিচ মিক্সচারের কারণে। 

২. ভালোমানের জ্বালানি ব্যবহার না করলে। 

৩. স্পার্ক ও ইগনিশন ভালোভাবে কাজ না করলে।

৪. এয়ার ফিল্টারে ময়লা থাকলে।


'সাদা ধোঁয়া' বের হওয়ার কারণ 

১. জ্বালানি সঠিকভাবে না পুড়লে। 

২. জ্বালানী লেভেল কম হলে।

৩. কুলেন্ট লস হলে।

Previous Post Next Post