বোল্টের টর্ক পরিমাপ পদ্ধতি
টর্ক কী?
যদি কোন বল বস্তুর উপর প্রদত্ত হয়ে এমন ক্রিয়া সৃষ্টি করে যেন বস্তুটি কোন অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন ঐ বলে সৃষ্ট মোমেন্টকে টর্ক বলে।
টর্ক= বল×লম্ব দূরত্ব
T= F×r
বোল্টের টর্ক পরিমাপ
বোল্টের টর্ক বলতে বোল্টের রিজিডিটি ও স্টিফনেস বা দৃঢ়তা ও মজবতি বোঝায়। সাধারণত বোল্টের ক্ষেত্রে আড়াআড়ি ও উলম্ব অক্ষ বরাবর ০.84 mm বিচ্যুতি রাখার সাধারণ নিয়ম আছে।প্রতি মিটার দৈর্ঘ্যে মোচড়কোণ 0.25° এর বেশি রাখা উচিত নয়। বোল্টের ক্ষেত্রে ব্যাসের ২০ গুন দৈর্ঘ্যে মোচড় কোণ 1° রাখা যায়। মোচড়কোণের সূত্র
⊘= TL/jG
⊘= মোচড় কোণ
G= মডুলাস অব রিজিডিটি
J = পোলার মোমেন্ট অব ইনার্শিয়া
L= দৈর্ঘ্য
T= টর্ক
Leave a Comment