সিমেন্ট  কংক্রিট পেভমেন্ট জয়েন্ট


cement concrete pavement এ তিন ধরনের জয়েন্ট থাকে।
১. সংকোচন জয়েন্ট
২. নির্মাণ জয়েন্ট 
৩. আইসোলেশন জয়েন্ট 

সংকোচন জয়েন্ট : তাপমাত্রা হ্রাস পেলে কংক্রিটের স্ল্যাবে সংকোচন দেখা যায়।যার ফলে সাবগ্রেডের সঙ্গে স্ল্যাবের ঘর্ষণের কারণে বাঁধাপ্রাপ্ত হয়।তাই পেভমেন্টে আড়াআড়ি ফাঁটল প্রতিরোধে সংকোচন জয়েন্ট দেয়া হয়। 

নির্মাণ জয়েন্ট : প্রতিদিন  কাজ কাজ করার পূর্বে এমনভাবে পরিকল্পনা করে কাজ করতে হয় যেন নিয়মিত কোন জোড়ে কাজ শেষ হয় 

আইসোলেশন জয়েন্ট: নতুন কোন কংক্রিট স্ল্যাব বা প্রাচীর থেকে বর্তমান স্ল্যাবকে আলাদা করা।

Dowel bar কী?
ডাওয়েল বার আড়াআড়ি জোড়ে ব্যবহার হয়।Dowel bar এর সর্বনিম্ন তাপমাত্রা ১২ মিমি।
Previous Post Next Post