অষ্টম মহাদেশের খোঁজে 

বিজ্ঞানীরা পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজ পেয়েছেন। পৃথিবীর অষ্টম মহাদেশের নাম জিল্যান্ডিয়া।আরেক নাম রিউয়া মাউয়ি।জানা যায় প্রায় ৫০ লাখ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল এটি।বর্তমানে মহাদেশটির ৯৪ শতাংশ পানির নিচে রয়েছে। আর ছয় শতাংশ বিভিন্ন দ্বীপ বা দ্বীপ রাষ্ট্র হিসাবে রয়েছে। যেমন জানা যায় বর্তমান নিউজিল্যান্ডে একসময় হারিয়ে যাওয়া  জিল্যান্ডিয়া মহাদেশের অন্তর্ভুক্ত ছিল।বিজ্ঞানীরা ধারণা করছেন পৃথিবীর এই অষ্টম মহাদেশের বয়স কম করে হলেও ১০০ কোটি বছর।৮ কোটি বছর পূর্বেও এর অস্তিত্ব ছিল।তো এই বিলুপ্ত মহাদেশের প্রথম সন্ধান করেন এক ডাচ নাবিক।১৬৪২ সালে অর্থাৎ আজ হতে ৩৭৫ বছর পূর্বে ঐ ডাচ নাবিক হারিয়ে যাওয়া মহাদেশটির সন্ধান দেন।

ভিডিও দেখুন



Previous Post Next Post