সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 


কোন ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যনালগ সিগনালের পরিবর্তন করে? 

উত্তর: MODEM

২৫ এর বাইনারি সংখ্যা কত?

উত্তর: ১১০০১

কোনগুলো  Structured Language? 

উত্তর: Java, MySQL, Oracle 

BCD এর পূর্ণরুপ কী

উত্তর:  Binary Coded Decimal

BCD কত বিট বিশিষ্ট? 

উত্তর: ৪ বিট

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর জনক কে?

উত্তর: অ্যালান টুরিং 


আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট চালু হয় কবে?

উত্তর: ১ জানুয়ারি ১৯৮৩ সালে। (সাধারণভাবে ১৯৬৯ সালে)

HTML কী? 

উত্তর:  ডাটা উপস্থাপনের ভাষা

ইমেইল সিস্টেম চালু করেন কে?

উত্তর: রেমন্ড টমলিনসন

NIC এর পূর্ণরুপ কোনটি?

উত্তর: Networks Interface Card

কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার সিস্টেম কোনটি? 

উত্তর: NIC

বাংলাদেশে সাবমেরিনের মাধ্যমে প্রথম কোথায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? 

উত্তর: সন্দ্বীপ

তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট কোনটা? 

উত্তর: Wi-Max সিস্টেম। 

Wi-Max এর পূর্ণরুপ কোনটি?

উত্তর: Worldwide  interoperability for microwave access. 

Bandwidth কাকে বলে?

উত্তর: ডাটা প্রবাহের গতির হার।

 সকল ফাত্মক পূর্ণসংখ্যাকে কী বলা হয়? 

 উত্তর: ইন্টিজার।

ইন্টিজার মেমোরিতে কতটুকু জায়গা নেয়?

উত্তর: ২ বাইট বা ১৬ বিট জায়গা নেয়।

১ কিলোবাইট সমান কত বাইট?

উত্তর: ১০২৪ বাইট

১ মেগাবাইট সমান কত কিলোবাইট? 

উত্তর:  ১০২৪ কিলোবাইট। 

 কম্পিউটারের Hard Disk Drive-এ যার সাহায্যে ডেটা সঞ্চিত


চৌম্বক। Hard Disk-এ পাতলা গোলাকার ধাতব পাত থাকে। ধাতব পাতের উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের এসপ থাকে। পাতগুলোর পৃষ্ঠে অনেকগুলো এককেন্দ্রিক বৃত্তে এটা সংরক্ষণ করা হয়।


কম্পিউটারের মূল মেমোরি কী দিয়ে তৈরি হয়

উত্তর:  সিলিকন 


পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনটি? 

উত্তর: ব্লুটুথ 

 coaxial Cable কী নামে পরিচিত? 

উত্তর: RF Cable

ChatGPT কোন প্রতিষ্ঠানের তৈরি?

উত্তর:  Open AI

LEO কী?

উত্তর: স্যাটেলাইট কমিউনিকেশন 

LEO এর পূর্ণরুপ কোনটি?

উত্তর: Low Earth Orbit 

প্লোটার (Plotter) কোন  ধরনের ডিভাইস

উত্তর: আউটপুট ।

 সবচেয়ে বেশি স্পিড কোন মেমোরিতে

উত্তর: রেজিস্টার মেমোরী।

Ebanking-এর সমার্থক কোনটি?.

উত্তর: ইন্টারনেট ব্যাংকিং।

 MICR-এর পূর্ণরূপ কী?

 Magnetic Ink Character

Cut অপারেশনের কম্পিউটার কী-বোর্ড শর্টকাট কমান্ড কোনটি?

উত্তর: Ctrl + X

ROM-ভিত্তিক প্রোগ্রাম কোনটা? 

উত্তর:  Firmware 



Previous Post Next Post