গুরুত্বপূর্ণ এবং আনকমন কিছু বাক্য সংকোচন 

মেঘের ধ্বনি - জীমূত মন্ত্র

আবক্ষ জলে নেমে স্নান -অবগাহন

আশি বছরের বেশি বয়স্ক - অশীতিপর

ঈষৎ পাংশু বর্ণ -কয়রা

কনুই থেকে কব্জি পর্যন্ত - রত্নি

খেয়া পার করে যে -পাটনি

গম্ভীর ধ্বনি- মন্দ্র

গৃহের প্রধান প্রবেশদ্বার - দেউড়ি

চক্রের প্রান্তভাগ -চক্র সীমা 

জয় সূচনা করে এরুপ তিথি- জয়ন্তী 

দ্বারে থাকে যা - দৌবারিক 

দেখবার ইচ্ছ- দিদৃক্ষা 

দর্শন করা হয়েছে এমন - প্রেক্ষিত

নিজের দ্বারা অর্জিত - স্বোপার্জিত 

নীর দান করে যে নীরদ

বেঁচে থাকার ইচ্ছা -জিজীবিষা

বাহুতে ভর করে চলে যে ভুজঙ্গ 

মুক্তি পেতে ইচ্ছুক -মুমুক্ষু

যা বপন করা হয়েছে - উপ্ত 

যার বসন আলগা - অসংবৃত

যার বাসস্থান নেই- অনিকেত

যে অনবরত কাঁদছে - রোরুদ্যমান 

যে স্বামীর স্ত্রী বিদেশে থাকে - প্রোষিতপত্নীক 

যে নারীর স্বামী বিদেশ থাকে-  প্রোষিতভর্তৃকা 

যে পুরুষ দ্বিতীয় বিয়ে করেছে -দোজবর

নিন্দা করার ইচ্ছা - জুগুপ্সা 

রাজহাঁসের ডাক- ক্রেকার/ক্রেঙ্কার

Previous Post Next Post