IC Engine piston কী দিয়ে তৈরি? 

ইন্টারনাল কম্বাশন তথা আইসি ইঞ্জিন পিস্টন তথা অন্তর্দাহ ইঞ্জিনের পিস্টন লো-কার্বন স্টীল ও অ্যালুমিনিয়াম এর তৈরি।আমরা জানি পিস্টনের কাজ কী? জ্বালানি চাপে ও তাপে দহনের ফলে গ্যাস তৈরি হয় এই গ্যাস উচ্চ চাপে মেকানিক্যাল এনার্জিতে রুপান্তর হয়।পিস্টনের সাথে ক্র্যাংকশ্যাফট ও কানেকটিং রড যুক্ত থাকে যা হুইল-শ্যাফ্ট,পাম্প  ও জেনারেটরকে ঘূর্ণনকে শক্তি প্রদান করে। এখন আসি

কেন আইসি ইঞ্জিন পিস্টন অ্যালুমিনয়াম বা লো-কার্বন স্টীল দিয়ে তৈরি হয়? 

ইঞ্জিন চালু হলে পিস্টনের মধ্যে চাপ-তাপ,ঘর্ষণ-কম্পন তৈরি হয়। 

পিস্টন তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহারের কারণ 

১. খরচ কম

২. ওজনে হালকা

৩. সহজে ফর্মিং ও রিসাইকিলিং করা যায়।

৪. উচ্চতাপ সহ্য করে।

৫. ঘর্ষণ শব্দ কম হয়।

স্টীল ব্যবহারের কারণ 

১. উচ্চ তাপ সহ্য করে।

২. ফর্মিং দেয়া যায়।

৩. পিস্টনকে দীর্ঘস্থায়ী করে।

৪. কম্পন সহ্যকরে।

Previous Post Next Post