'রেফ্রিজারেশন অ্যান্ড  এয়ার কন্ডিশন' এমসিকিউ

রেফ্রিজারেটরের কোন সাইকেলে রেফ্রিজারেন্ট হিসাবে বাতাস (Air) ব্যবহার করা হয়।

উত্তর: Bell coleman সাইকেল।

অ্যমোনিয়ার তাপমাত্রা কত? 

উত্তর: -৩৩ ডিগ্রি সেলসিয়াস। 

এক টন রেফ্রিজারেশন মানে

উত্তর: ২১০ Kj/Min বা ৩.৫ Kw

 রেফ্রিজারেন্ট কি বেশি থাকা উচিত

উত্তর: হাই বয়েলিং পয়েন্ট।

অ্যামোনিয়া এবজরপশন সিস্টেমে কত চাপ থাকতে হয়?

উত্তর: ৫-৬ Bar

ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম কোন সাইকেল অনুসারে চলে?

উত্তর: রিভার্সড সাইকেল। 

এয়ার রেফ্রিজারেন্ট কোথায় ব্যবহার হয়?

উত্তর: এরোপ্লেন এ যে রেফ্রিজারেটর ব্যবহার হয়।

এয়ার রেফ্রিজারেটর কোন সাইকেলে চলে?

উত্তর: ব্রেটন সাইকেল অনুসারে 

ডমেস্টিক রেফ্রিজারেটরের রেটিং কত?

উত্তর: ০.১

ডমেস্টিক রেফ্রিজারেটরের কোন ধরনের কম্প্রেসর ব্যবহার হয়? 

 উত্তর: পিস্টন টাইপ রেসিপ্রোকেটিং

ডমেস্টিক বা ভেপার কম্প্রেশন এ কোন ধরনের এক্সপানসন ডিভাইস ব্যবহার হয়? 

উত্তর: ক্যাপিলারি টিউব

ডমেস্টিক রেফ্রিজারেটরের COP কত?

উত্তর: একের বেশি।


Previous Post Next Post