লুব্রিক্যান্ট অয়েল গ্রেড 

দুটি ঘর্ষণরত মেকানিক্যাল শ্যাফট, বিয়ারিং ও গিয়ারের মধ্যকার ঘর্ষণ সহগ ও তাপ কমাতে এবং ক্ষয়রোধে লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়।লুব্রিক্যান্টে বিভিন্ন গ্রেডের আন্তর্জাতিক মান দ্বারা অনুমোদিত অয়েল ব্যবহার করা হয়।

নিচে অয়েল গ্রেডের সাংকেতিক নাম ও লুব অয়েল গ্রেড চেনার উপায় দেয়া হলো।

 SAE 20W-50 দ্বারা মাল্টিগ্রেড অয়েল নির্দেশ করে। এখানে SAE এর অর্থ Society of Automotive Engineers যারা লুব্রিকেটিং এর গ্রেড বিন্যাস করে। 20 W দ্বারা বোঝায় Winter এ সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস এ অয়েল ফ্লো বা ভিসকোসিটি স্বাভাবিক থাকে।আর 50 দ্বারা বোঝায় গরমকালে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অয়েলের ভিসকোসিটি ৫০ নির্দেশ করে।

Viscosity (ভিস্কোসিটি)  কী?

একটি নির্দিষ্ট জায়গায় তল প্রবাহের হারকে ভিস্কোসিটি বা সান্দ্রতা বলে।যেমন পানির চেয়ে সিরাপের সান্দ্রতা বেশি।

Previous Post Next Post