স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ প্রশ্ন  সমাধান ২০২৪

সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ জেলার ইউনিয়ন স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান 

Civil surgeon office health assistant question solution 2024

১. এক কথায় প্রকাশ করুন

ক. অন্য গাছের উপর যে গাছ জন্মায়- পরগাছা।

খ. যে বেশী কথা বলে- বাচাল।

গ. লাভ করার ইচ্ছা- লিন্দা।

ঘ. পটে আঁকে যে- পটুয়া।

৬. যা বলা হয়নি- অনুক্ত।


২. সন্ধি-বিচ্ছেদ করুন:

ক. পরীক্ষা=  পরি+ঈক্ষা

খ. উচ্ছেদ =উৎ+ছেদ

গ. গবাদি = গো+আদি

ঘ. দিগন্ত =দিক্+অন্ত

ঙ. জনৈক জন+এক


৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক. কূলের সমীপে = উপকূল (অব্যয়ীভাব সমাস)

খ. শত অব্দের সমাহার = শতাব্দী (দ্বিগু সমাস)

গ. ত্রি ফলের সমাহার = ত্রিফলা (দ্বিগু সমাস)

ঘ. গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে গায়েহলুদ (মধ্যপদলোপী বহুব্রীহি সমাস)

ড. মন রূপ মাঝি মনমাঝি (রূপক কর্মধারয় সমাস)


৪. নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন:

ক. দিন-রাত

খ. ধনী-দরিদ্র

গ. আদান-প্রদান

ঘ. আশু- বিলম্ব

ঙ. মুক্ত- আটক


৫. নিচের বাগধারাসমূহের অর্থ লিখুন:

ক. আমড়া কাঠের ঢেঁকি- অপদার্থ

খ. ইতর বিশেষ- পার্থক্য

গ. আঠারো মাসে বছর- দীর্ঘসূত্রিতা

ঘ. নয় ছয়- অপচয়

ঙ. অরণ্যে রোদন- নিষ্ফল আবেদন


৬. নিচের সংক্ষিপ্তরূপ সমূহের পূর্ণরূপ লিখুন:

ক. WHO- World Health Organisation 


খ. UNICEF = United Nation Children Fund. 


গ. GFATM = Global fund to fight AIDS,      Tberculosis and malaria. 

ঘ.  UNPF= United Nations population fund.

ঙ.  IMF = International Monetary Fund. 

বাংলা থেকে ইংরেজি অনুবাদ 

অল্প বিদ্যা ভয়ংকরী। 

a little learning is a dangerous thing 

সাত দিন ধরে  বৃষ্টি হচ্ছে 

It has been raining for 7 days 

তিনি রোজ খবরে কাগজ পড়েন 

He reads newspaper everyday 

সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অবস্থিত 

The Sundarban is to the south of Bangladesh 

লোভে পাপ পাপে মৃত্যু 

greed leads to seen and seen leads to the death. 


৯. Fill in the blanks with suitable preposition 

ক. Never Jeer... the poor.

Ans: At

খ. He walked ----the store.‫‬‎

Ans: To

গ. The painting hangs ... the fireplace.

উত্তর . above


ঘ. Did you find your phone... the bed?

 উত্তর:on

ঙ. Tit......Tat‎

Ans: For


১০. Make sentence with followings.


ক. All in all

উত্তর. All in all it's been a good years.


খ. Cats and dogs

It has been raining cats and dogs.

গ. By and by

উত্তর: You will get used to it by and by.

ঘ. Bone of contention

উ. Money is a common bone of Contention in many marriages.

ঙ. In consequences of

উ. The child was born deformed in consequence of an injury to its mother.


১১. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন:


ক. বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ?

উ. ১৬ ডিসেম্বর


খ. ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল?

উ. ১৯৬৬ সালে


গ. বর্তমান বাংলা সাল কত?

উ. ১৪৩১ বঙ্গাব্দ


ঘ. বাংলাদেশের সংবিধান দিবস কবে?

উ. ৪ নভেম্বর


৬. ঢাকায় মেট্রোরেল সর্ব প্রথম কবে চালু হয়?

উ. ২৮ ডিসেম্বর, ২০২২


চ. বাংলাদেশের শহিদ বুদ্ধিজীবি দিবস কত তারিখ?

উ. ১৪ ডিসেম্বর


ড. জেল হত্যা দিবস কত তারিখ?

উ. ৩ নভেম্বর


ঢ. সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি?

উ. মধ্যনগর


ঢ. FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উ. রোম, ইতালি


ছ. শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় কবে?

উ. ৩ মার্চ, ১৯৭১ সালে


জ. কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়?

উ. এডিস


ঝ. মানবদেহে কিডনী (সাধারণত) কয়টি?

উ. ২টি


ঞ. ইরাটম কি?

উ. উন্নত জাতের ধান


ট. জান্নাতাবাদ কার পূর্ব নাম?

উ. বাংলাদেশ


ঠ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়?

উ. ২১ ফেব্রুয়ারি


সিভিল সার্জন কার্যালয়ের বিগত সালের প্রশ্ন সমাধান 

গত ১৯/০৪/২৪ সালে অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী ও স্টোর সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। 

Bangladesh civil surgeon office health assistant and Store keeper written exam solution 2024


লড়াইল সিভিল সার্জন কার্যালয়ের লিখিত প্রশ্ন 

১. টিকা লিখ

২. 'সুলতান মেলা' সম্পর্কে বন্ধুর নিকট পত্র লিখুন।

৩.পদ্মাবতী কাব্যাট কার লেখা?

উত্তর: সৈয়দ আলাওল


৪. সন্ধি বিচ্ছেদ করুন।

ক) বৈজ্ঞানিক==বিজ্ঞা + অনিক

খ) পরীক্ষা = পরি+ ঈক্ষা


৫. এক কথায় প্রকাশ করুন:

ক) করার ইচ্ছা= চিকীর্ষা

খ) একই সময়ে যুগপৎ।


৬. অর্থ লিখুন:

ক) উলুখাগড়া= গুরুত্বহীন লোক

খ) গাছপাথর =হিসাব-নিকাশ


৭. কারক নির্ণয় করুন:

ক) গাড়িটি স্টেশন ছাড়ল। 

 উত্তর: কর্তৃকারকে শূন্য


খ) টাকায় কি না হয়।

 উত্তর: করণে সপ্তমী


৮. বিপরীত শব্দ লিখুন।

ক) অগ্রজ-অনুজ

খ) বিপত্নীক- বিধবা


৯. ব্যাসবাক্যসহ সমাস লিখুন।

ক) রাষ্ট্রনীতি = রাষ্ট্র পরিচালনার নীতি (মধ্যপদলােপী কর্মধারয়)

খ) প্রতিচ্ছবি = ছবির সদৃশ (অব্যয়ীভাব সমাস)

১০. সাহিত্যিক নীহার রঞ্জন গুপ্ত এর জন্মস্থান কোন জেলার কোন গ্রামে? 

উত্তর: নড়াইল জেলার ইটনা গ্রামে।



১১. Write five sentences about 'Dengue fever'.

Dengue fever is a viral illness that is transmitted by mosquitoes. The symptoms of dengue fever include high fever, severe headache, joint and muscle pain, and rash. In Bangladesh, dengue fever has become a major public health concern, with frequent outbreaks occurring in recent years. The mosquito that transmits dengue fever breeds in stagnant water, which is abundant in Bangladesh due to the country's geography and climate. Prevention measures such as eliminating mosquito breeding sites, using mosquito nets, and wearing protective clothing can help reduce the risk of contracting dengue fever.


১২. Write an application to Civil Surgeon, Narail applying for the post of Health Assistant/Store Keeper.


১৩. Fill in the blanks:

a) Bangladesh came being in 1971. 

Ans: into


b) I called him----- the phone.

Ans:  on


c) He is------/ honorary graduate.

 Ans: an


d) No one can ---///that he is clever. 

Ans: say

e) He is----- M.B. B. S.

Ans:  an


১৪. Make sentences with the following:


a) Laughing stock (হাস্যস্পদ): He is nothing but a laughing stock


b) At a loss: (কিংককর্তব্যবিমূঢ়) He  was at a loss for words.


C)  Tooth and nail ( সম্পূর্ণভাব) : She  fought tooth and nail to defeat the enemy.

d) Black and blue (বেদম প্রহার) The  teacher beat the student black and blue.


e) Open secret (গোপন হলেও অনেকের জানা)  It is an open secret that he takes bribe. 


Bangla to English 

নড়াইল চিত্রা নদীর তীরে অবস্থিত 

Ans: narail is located on the bank of chitra river. 


আমি নড়াইল হতে ঢাকা যাব 

I will go to Dhaka through norail 


মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার 

Freedom fighters are our pride. 


চোরে-চোরে মাসতুতো ভাই 

birds of the feather flock together 

ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও 

let the sleeping baby sleep. 


সাধারণ জ্ঞান 


১৯. 'জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন' সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন।


উত্তর: সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। উক্ত ক্যাম্পাইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১ লক্ষ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (২ লক্ষ আই ইউ) খাওয়ানো হবে। আপনার শিশুকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান।


২০. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত বিদেশীর নাম লিখুন।


উত্তর: নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ এ এস (উইলিয়াম আব্রাহাম সাইমন) ওডারল্যান্ড (৬ ডিসেম্বর ১৯১৭-১৮ মে ২০০১); মুক্তিযুদ্ধে সেক্টর ১ ও ২ নং।


২১. শেখ মুজিবুর রহমান কত সালে 'বঙ্গবন্ধু' উপাধি পান?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ 'রেসকোর্স ময়দানে' শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন। উল্লেখ্য, সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'।  সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করা হয়েছে।



২২. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে?

উত্তর: নিতুন কুন্ডু


২৩. পদ্মা সেতু কোন সালের কোন তারিখে উদ্বোধন করা হয়? 

উত্তর: ২৫ জুন, ২০২২ সালে

 ২৯. মাশরাফি বিন মর্তুজা কত সালে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম অধিনায়কত্ব করেন?

উত্তর: ২০০৯ সালে


২৪. বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নাই?

 উত্তর: ইসরায়েল


২৫. ইতালির মুদ্রার নাম কী? 

উত্তর: ইউরো


২৬. UNESCO এর পূর্ণরূপ কী?

উত্তর: UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization.


২৭. নড়াইল জেলার আয়তন কত?

উত্তর: ৯৯০.২৩ বর্গকিমি


২৮. 'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রটির পরিচালক কে? উত্তর: তানভীর মোকাম্মেল



সিভিল সার্জন কার্যালয়ে  স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান
Civil surgeon health assistant 


Previous Post Next Post