রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রশ্ন সমাধান 

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন  সহকারী পরিচালক ও গবেষণা কর্মকর্তা পদের বিগত সালের প্রশ্ন সমাধান নিচে দেয়া হলো 

১. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানির ভূমিকা  এর উপর একটি রচনা। 

০৩. শুদ্ধ করে লিখুন:

ক) আমি সাক্ষী দিয়েছি

 সঠিক: আমি সাক্ষ্য দিয়েছি।

খ) লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়। 

সঠিক: লোকটি নিরাপরাধ কিন্তু নিরহঙ্কারী নয়।


গ) নিরবিচ্ছিন্ন 

সঠিক: নিরবচ্ছিন্ন।

০৩. 

ক) "তুষার ধবল" কোন সমাসের উদাহরণ?

 তুষারের ন্যায় ধবল (উপমান কর্মধারয় সমাস)।

খ) "রত্নাকর" শব্দটির সন্ধি বিচ্ছেদ 

 রত্ন + আকর।


৪. অর্থসহ বাক্য রচনা করুনঃ

ক) চক্রতোলা= ফণা তোলা

খ) ঘাটের মড়া= অতি বৃদ্ধ; যে মরতে বসেছে


০৫

ক) কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? 

অগ্নিবীণা।

খ) "মরণ রে তুঁহু মম শ্যাম সমান" পঙক্তিটির রচয়িতা কে? 

 রবীন্দ্রনাথ ঠাকুর


গ) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?

 শাহ মুহম্মদ সগীর।


০৬. সমার্থক শব্দ লিখুনঃ

ক) ময়ূখ = কিরণ,আলো, জ্যেতিঃ,রশ্মি।

খ) প্রতীতি= প্রত্যয়।

৭. এক কথায় প্রকাশ করুনঃ

যা কখনো নষ্ট হয়না = অবিনশ্বর। 

সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।


৮. write an essay  comedy 19 and its impact on Bangladesh 


০৯. fill in the gap 

a) Let us go for walk ------the river. 

along

b) I have been living in Dhaka----- 2000. 

since

c) What is the time----- your watch. 

by


১০ Translate the following sentences

a) কারুশিল্পে আমাদের সাংস্কৃতিক রুচি প্রতিফলিত হয়। Crafts reflect our cultural tastes.

b) আমি স্টেশনে পৌছাতে না পৌছাতে ট্রেনটি ছেড়ে দিল।

 No sooner had I reached the station than the train left.

c) দুই একদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে।

 The examination will start very soon.


১১. Make sentences with following:

a) A trying time (দুঃসময়)

b) A hard nut to crack (দুরূহ সমস্যা)

c) Achilles' heel (কোনো ব্যক্তির বা কারো চরিত্রের দুর্বল দিক)


১২. Correct the spelling/ sentence:

a) The man divided his land between his sons.

The man divided his land among his sons.


b) You and I am smart. 

You and I are smart.

c) I saw an one eyed man when i was walking  on the road. 

I saw a one eyed man when i was walking on the road. 


১৩

 a) Write a synonym of Tepid 

Tepid = Lukewarm.


b) Write a antonym of "Repulse".

Repulse - Attract 


১৪. সংক্ষিপ্ত উত্তর দিন:

ক) জয় বাংলা বাংলার জয়-গানটির গীতিকার কে? 

 গীতিকার গাজী মাজহারুল  আনোয়ার।


খ) শুষ্ক বরফ বলা হয় কাকে?

 কার্বন ডাই-অক্সাইড (CO₂) গ্যাসকে- 78.5℃ তাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। একে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়।

গ) সাংগ্রাই কি? = মারমাদের বর্ষবরণ উৎসব।

ঘ) বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? = বর্ধমান হাউজ।

ঙ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য "বীর প্রতীক" খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে? 

 মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন ডব্লিউএএস ওডারল্যান্ড।

চ) "আমার দেখা নয়া চীন" গ্রন্থটির রচয়িতা কে? = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ছ) রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 

 ২ হাজার ৪ শত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

জ) বিশ্বের সবচেয়ে আধুনিক টেলিস্কোপ এর নাম কি? 

 হাবল স্পেস টেলিস্কোপ। আর সবচেয়ে বড়, উন্নত ও শক্তিশালী টেলিস্কোপ হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

 ঝ) SDR এর পূর্ণরূপ কি? 

 Special Drawing Right.


ঞ) 4IR কি? = ৪র্থ শিল্প বিপ্লব।

চ) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে? ১৯৭১ সালেক ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র জারি করা হয়।

ছ) Char-GPT এর অর্থ কি? 

Chat GPT হল একটি প্রাক প্রশিক্ষিত ভাষা মডেল যা Open-AI দ্বারা তৈরি এক ধরনের  চ্যাটবট। এটি GPT-3 (জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফরমার ৩) মডেলের একটি রূপ যা  জেনারেশন, প্রশ্নের উত্তর দেওয়া এবং ভাষা কথোপকথন এবং ভাষা বোঝার কাজ যেমনঃ টেক্সট অনুবাদের জন্য সুপ্রশিক্ষিত। Chat GPT এর পূর্ণরূপ হল Chat Generative Pre-trained Transformer.

জ) পানামা খাল কোন কোন সাগর/ মহাসাগরকে সংযুক্ত করেছে? 

 পানামা খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক/আলাদা করেছে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।

ঝ) বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? 

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে প্রবর্তিত হয় এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।


ঞ)  SAFTA এর পূর্ণরূপ কি? 

South Asian Free Trade Area

ট) "আমাদের ছোট রাসেল সোনা" গ্রন্থটির রচয়িতা কে? = মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঠ) ২০২১ ২০২২ অর্থবছরে বাংলাদেশ থেকে কোন কোন দেশে সর্বাধিক মূল্যের পণ্য রপ্তানি হয়? = যুক্তরাষ্ট্রে।

ড)  বিশ্বের কোন দুটি দেশের মধ্যে দীর্ঘতম স্থল সীমানা রয়েছে? 

 কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমারেখা রয়েছে। এর দৈর্ঘ্য ৮,৮৯৩ কিলোমিটার।

ঢ ) বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি প্রদান করে? = ভুটান। ১৯৭১ সালে ৬ ডিসেম্বর ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কিন্তু, ভুটান ভারতের কয়েক ঘণ্টা আগে স্বীকৃতি দেয়।

 https এর পূর্ণরূপ কি? = Hyper Text Transfer


রপ্তানি উন্নয়ন ব্যুরো  বিগত সালের প্রশ্ন




Previous Post Next Post