দেশের শীর্ষ স্থানীয় আলিয়া মাদ্রাসা 

দাখিল ও আলিম পরীক্ষার ফলাফল ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছে দেশের কিছু আলিয়া মাদ্রাসা। যেমন দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, তামিরুল মিল্লাত মাদ্রাসা টঙ্গী শাখা, এনএস কামিল মাদ্রাসা ঝালকাঠি, তানযীমুল ক্যাডেট মাদ্রাসা ঢাকা ইত্যাদি।


দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা 

দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা  ঢাকার ডেমরায় অবস্থিত। এবার ২০২৪ সালে ৮৪৪ জন পরিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৬ জন শিক্ষার্থীদ A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ+ প্রাপ্তিতে দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা   দেশের শীর্ষ অবস্থান রয়েছে। 


তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা 

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বরাবরই ফলাফলে শীর্ষে থাকে।দেশের সমস্ত মাদ্রাসার অনুপ্রেরণা। এবছর ২০২৪ সালে দাখিল পরীক্ষায়  ৭৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭৭ জন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই ঈর্ষনীয় সাফল্য গাঁথা তারা বরাবরই ধরে রেখেছে। এছাড়াও আলীম পরীক্ষার ফলাফলেও তারা এগিয়ে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সুনামধন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির হারে মাদ্রাসাগুলোর মধ্যে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এগিয়ে রয়েছে। কখনো কখনো তাদেরকে ভর্তি পরীক্ষার মেধাতালিকায় শীর্ষ দশের মধ্যেও থাকতে দেখা গেছে। মাদ্রাসাটি তিনটি শাখা রয়েছে, যাত্রাবাড়ী, টঙ্গী ও ডেমরা। 

১৯৬৩ সালে যাত্রাবাড়ীতে প্রথম তামিরুল মিল্লাত মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। পরবর্তীতে ১৯৮৮ সালে কামিল শ্রেণীতে উত্তীর্ণ করা হয়।১৯৯৭ সালে টঙ্গীতে তামিরুল মিল্লাত  মাদ্রাসার নতুন শাখা তৈরি করা হয়।এবং ২০০০ সালে তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসার শাখা তৈরি করা হয় ডেমরাতে। 


এনএস কামিল মাদ্রাসা ঝালকাঠি

এনএস কামিল মাদ্রাসা (নেছারাবাদ কামিল মাদ্রাসা)  দেশের শীর্ষস্থানীয় আলিয়া মাদ্রাসারগুলোর একটি। এবার ২০২৪ সালের দাখিল পরীক্ষায় ৪০০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৪ জন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে।  ঝালকাঠির এর মাদ্রাসাটি ১৯৫৬ সালে দার্শনিক কায়েদ ছাহেব হুজুর (রহ:) প্রতিষ্ঠা করেন। 


তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা ফলাফলে বরাবরই শীর্ষে থাকে। ইবতেদায়ী, দাখিল ও আলিমের সকল স্তরের পরীক্ষায় প্রতিষ্ঠানটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ প্রতিষ্ঠানগুলোর একটি। ২০২৪ সালে দাখিল পরীক্ষায় তানযীমুল উম্মাহ  থেকে ১৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১৩৬ জন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত  এই মাদ্রাসাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। 


জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ও জামেয়া কাসেমিয়া মহিলা মাদ্রাসা 

২০২৪ সালে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী থেকে মোট ১৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। ১০০% পাশসহ ৫৮ জন এ+ পেয়ে উত্তীর্ণ হয়।

বাংলাদেশের আরো কিছু দাখিল ও আলিম মাদ্রাসা যেগুলো বরাবরই ভালো ফলাফল করে  থাকে যেমন

আল মারকাজুল ইসলামী আস সালাফী দাখিল মাদ্রাসার, রাজশাহী 

ডেপ সাতঘরা বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, রংপুর। 

দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা 

নবীবাগ আলহাজ্ব আব্দুল ওয়াদুদ সরকারি ফাজিল মাদ্রাসা, কুমিল্লা। 

আল জামেয়াতুল ফালাহীয়া মাদ্রাসা, ফেনী। 

ফলাফলে দেশের শীর্ষস্থানীয় আলিয়া মাদ্রাসা তালিকা






Previous Post Next Post