কোন বিষয়ে ডিপ্লোমা করলে সহজে চাকরি পাওয়া যায়?

 অনেকেই প্রশ্ন করছেন কোন বিষয়ে ডিপ্লোমা করলে সহজে চাকরি পাওয়া যায়, কোন বিষয়ে ডিপ্লোমা করা উচিত?কোন সাবজেক্টের কদর বেশি? ডিপ্লোমার কোন বিষয়ে সরকারি চাকরির সবচেয়ে বেশি? আজকের লেখায় ডিপ্লমার বিভিন্ন বিষয়ে চাকরি এবং সুবিধা-অসুবিধা গুলো আলোচনা করা হবে।


ডিপ্লোমা কত বছরে? 

বাংলাদেশে বিভিন্ন মেয়াদি বিভিন্ন সাবজেক্টে ডিপ্লোমা কোর্স করার সুযোগ রয়েছে। তিন মাস থেকে শুরু করে চার বছর পর্যন্ত বিভিন্ন সাবজেক্টে ডিপ্লোমা করা যায়। টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে স্বল্প মেয়াদী কোর্স চালু আছে।স্বল্পমেয়াদী কোর্সগুলো সাধারণত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে থাকে।এছাড়াও স্বল্পমেয়াদী বিভিন্ন বিষয়ে  মেডিকেল কোর্স চালু আছে।চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স গুলো হল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক ডিপ্লোমা ইন টেক্সটাইল । এ সকল টেকনিক্যাল কোর্সগুলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয।   নার্সিং,  মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট  ও প্যারামেডিকেল কোর্সগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন। 

 

কোন বিষয়ে ডিপ্লোমা করবো?

বর্তমানে মেডিকেল কোর্সগুলোর কদর বাড়ছে। বিশেষ করে করোনার পর থেকে প্রচুর পরিমাণে মেডিকেল কোর্স সংক্রান্ত বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। নার্সিং, মিডওয়াইফ , মেডিকেল এসিস্ট্যান্ট পদে প্রচুর চাহিদা রয়েছে। চাইলে এসএসসির পরে এই কোর্সগুলো আপনারা করতে পারেন। দিন দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও চাহিদা বাড়তেছে। তবে এটা ঠিক যে যে সব সাবজেক্টের সমান চাহিদা নেই। সাধারণত সিভিল,  ইলেকট্রিক্যাল,  মেকানিক্যাল  এই তিন বিষয়ে সবচেয়ে নিয়োগ বেশি । সরকারি চাকরিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পদে সবচেয়ে বেশি নিয়োগ হয়। ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োগ হয় তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাহিদা সবচেয়ে বেশি। কম্পিউটার ডিপ্লোমাধারীদের নিয়োগ কম হলেও  মাধ্যমিক স্কুলে সরকারি শিক্ষক আইসিটি পদে বেশ ভালো নিয়োগ হয়। এগ্রিকালচারে ডিপ্লোমা ধারীদের হাই স্কুল এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন  বিভিন্ন অধিদপ্তর ও কার্যালয়ে ডিপ্লোমাদের প্রচুর পরিমাণে নিয়োগ হয়। 

অবশেষে বলা যায় নিজের পছন্দ, নিজের আগ্রহ, শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ চিন্তা করে  যেকোনো একটি বিষয় বেছে নেওয়া উচিত। চেষ্টা করবেন সবসময়ই কোন সরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার। দিন দিন চাহিদা যেমন বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে ফলে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এখন প্রাধান্য দেয়া হয় বেশি। 


কোন বিষয়ে ডিপ্লোমা







Previous Post Next Post