Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিগত সালের নিয়োগ প্রশ্ন

 বিগত সালের প্রশ্ন ও তার সমাধান 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বিগত সালের বিভিন্ন পদে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয় হলো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিগত সালের নিয়োগ প্রশ্ন


১. যদি  p একটি মৌলিক সংখ্যা হয় তবে  √p একটি অমূলদ সংখ্যা।

২. একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে ৩৫ ও ৫৫ হলে ত্রিভূজটি কোন ধরনের?

উত্তরঃ সমকোণী  

৩. a:b= 2:3, b:c=  6:7 হয় তবে a:c = কত?

উত্তরঃ 4:7 

৪. টাকায় ৩ টা করে লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?

উত্তরঃ ৫০%


৫.  ১/৪, ১/২,৩/৪ এর গড়ে কোনটি?

উত্তরঃ ১/২


৬. X+y =6 হলে xyz এর বৃহত্তম মান কত?

উত্তরঃনয়


 ১১ টি সংখ্যার গড় ৩০।  প্রথম পাঁচটি সংখ্যার গড়ে ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮ হলে। ষষ্ঠ সংখ্যাটি কত?

উত্তরঃ ৬৫ 

৯. একটি জারের দুধ ও পানি অনুপাত ৫:১ দুধের পরিমান পানি অপেক্ষা  ৮ লিটার বেশি হলে পানির পরিমান কত?

উত্তরঃ ২ লিটার।

১০.  we can say that the business is profit when ----

Ans: Income   exceed liabilities. 



বাংলাদেশ বিষয়াবলী ও সাধারণ জ্ঞান 

১২।. বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কে?

উত্তরঃ  সেক্রেটারি। 

১৩. মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টর কমান্ডার কে ছিলেন? 

মেজর খালেদ মোশাররফ ছিলেন ২ নং সেক্টর কমান্ডার। আর ২ নং সেক্টর ছিল ঢাকা।


১৪. ১৯৭১ সালের মহান স্বাধীনতার নায়কে কে ছিলেন? 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

১৫. ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী  কে ছিলেন? 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

১৬. BIMSTEC এর সচিবালয় কোথায় অবস্থিত? 

বাংলাদেশে অবস্থিত।

১৭. মিশর ও ইসরায়েল এর মধ্যে ক্যাম্প ডেভিড চূক্তি হয় কবে?

২৬ মার্চ ১৯৭৯ সালে এই দুটি দেশের মধ্যে চূক্তি হয়।

১৮. প্রথম গননা যন্ত্রের নাম কি?

Abacus

 ১৯. উলুখাগড়া বাগধারা টির অর্থ কি

উলুখাগড়া অর্থ    গুরুত্বহীন লোক।

২০. চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কোন কবি?

কাহুপা চর্যাপদে সর্বাধিক পদ রচয়িতা। 

২১. কাজ নজরুল ইসলাম এর প্রথম নিষিদ্ধ বই কোনটি?

বিষের বাঁশি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ বই। 

২২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা? 

বৌ-ঠাকুরাণীর হাট।

২৩।. চতুষ্পদ কোন সমাস?

বহুব্রীহি সমাস।

২৪. পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের বাক্যটির সংকোচন কি?

মরণোত্তর -জাতক।

২৫. অপমান শব্দের অপ কোন অর্থে ব্যবহ্নত হয়?

বিপরীত অর্থে।

২৬. যিনি বক্তৃতা দানে পটু এক কথায় প্রকাশ কি হবে?

বাগ্মীবলা হয়। 

 

২৮. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন কে?

W.B Yeats.



৩০. বাংলাদেশ কবে যুক্তরাষ্ট্র ওষধ রপ্তানি শুরু করে?

৪ আগস্ট ২০১৬ সালে।

৩১. He's an amateur ----- stenography 

In.

৩২. ডোনাল্ড ট্রাম্প কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন?

৪৫ তম।

৩৩.Statue of Peace কোথায় অবস্থিত? 

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তে অবস্থিত। 

৩৪. যুক্তরাষ্ট্রে দাস প্রথা কত সালে বিলুপ্ত হয়? 

১৮৬৩ সালে।

৩৫. ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা  কে ছিলেন? 

হেনরি ডিবোজিও



৩৭. ন্যাটোভূক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি

তুরস্ক। 

৩৮. মুজিবনগর সরকার গঠন করা হয় কবে?

১০ এপ্রিল ১৯৭১ সালে।আর ১৭ এপ্রিল ১৯৭১ সালে শপথ নেয়।


৪৫. " স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় " চরণটি কার লেখা?

রঙ্গলাল  বন্দোপাধ্যায় এর

৪৬. বাংলাদেশে আয়কর দিবস কত তারিখে পালন করা হয়?

১৫ সেপ্টেম্বর। 


৪৭. বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় বইয়ের নাম কি?

কারাগারে রোজনামচা। 

৪৮. সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? 

রবীন্দ্রনাথ ঠাকুর এর।

৪৯. কোনটি শুদ্ধ বানান? 

স্বায়ত্বশাসন 

৫০. ২০১৭ সালে ওয়ান প্লানচেট সামিট অনুষ্ঠিত হয় কোথায়? 

ফ্রান্সে।


আরো পড়ুন 

নোবেল পুরষ্কার নিয়ে মজার মজার মজার অজনা তথ্য

No comments: