Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

ভৌত ও পদার্থ বিজ্ঞান প্রশ্ন এবং পরিমাপক যন্ত্রের নাম

 ভৌত রসায়ন থেকে চাকরির প্রস্তুতি 

 

বিসিএস, শিক্ষক নিবন্ধন ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসা কিছু প্রশ্ন। 

ভৌত ও পদার্থ বিজ্ঞান প্রশ্ন  এবং পরিমাপক যন্ত্রের নাম


পানি সম্পর্কে  কিছু প্রশ্নের উত্তর 

পানি একটি পদার্থ। পানির কঠিন,তরল,বায়বীয় এই তিন অবস্থায় থাকতে পারে। পানির গলনাংক ০° সে, পানির স্ফুটনাংক ১০০° সে, ৪° সে তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। 


মৌলিক ও যৌগিক পদার্থ 

যেসকল পদার্থ ভঙলে ঐ পদার্থ ছাড়া আর কোন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে।আর  যদি পাওয়া যায় তবে তাকে যৌগিক পদার্থ বলে।

যদি উদহারন দেয় তাহলে বলতে হয়

ফসফিন যৌগিক কিন্তু নিয়ন মৌলিক পদার্থ। 

সবচেয়ে হালকা পদার্থ বা গ্যাস হলো হাইড্রোজেন। আর সবচেয়ে  ভারি পদার্থ ইউরেনিয়াম। এবং ভারি মৌলিক গ্যাস রেডন। 

এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বায়ু বা  বাতাস কোন ধরনের পদার্থ? 

বায়ু একটি মিশ্র পদার্থ। 

পদার্থের অবস্থা 

১.পদার্থ কাকে বলে?

যার ভর আছে, স্থান দখল করে তাদেরকে পদার্থ বলে।

যেমনঃ  বাতাস,পানি,অক্সিজেন ইত্যাদি গ্যাস।

২. কোনগুলো পদার্থ নয়? 

যার ভর নেই, স্থান দখল করে না যেমনঃআলো,তাপ,শব্দ, বিদ্যুৎ শক্তি, শক্তি। 

রাসায়নিক পরিবর্তন কোনগুলো?

১. দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো।

২. লোহার মরিচা ধরা। 

৩. দুধ থেকে মিষ্টি বা দই তৈরি।

৪. পানির তড়িৎ বিশ্লেষণ। 


সবচেয়ে দামী ধাতু প্লাটিনাম এবং সবচেয়ে মূল্যবান অধাতু হীরক।

পরমাণু কাকে বলে?

পরমাণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। 

বিচ্ছিন্ন একটি পরমাণুর শক্তি, যুক্ত অবস্থার চেয়ে অধিক।


 ভারী পানির সংকেত কি?

D2O


এসিডের ধর্ম এসিড নীল লিটমাসকে লাল করে।

লেবুতে কোন এসিড থাকে? 

লেবুতে সাইট্রিক এসিড থাকে। 

দুধে কোন এসিড থাকে ল্যাকটিক অ্যাসিড। 

মানব দেহে কয়টি হাড় থাকে? 

মানব দেহে ২০৬ টি হাড় থাকে

মানবদেহে শতকরা কতটুকু খনিজ লবন থাকে?

মানবদে শত করা ৪% খনিজ লবন থাকে।

মানব দেহে কি পরিমান পানি থাকে?

মানব দেহে শতকরা ৬৫-৯০ ভাগ পানি থাকে।

স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়? 

স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক এসিড ব্যবহার করা হয়।

কোনটি অধাতু হলেও বিদ্যুৎ পরিবাহিত?

গ্রাফাইট অধাতু হলেও বিদ্যুৎ পরিবাহিত হয়। 

ব্যাটারি থেকে কোনধরনের কারেন্ট উৎপন্ন করা হয়? 

ডিসি কারেন্ট। 

ব্রোঞ্জ বা কাঁসা কি দিয়ে তৈরি?

তামা ও টিন দিয়ে।

ব্রাস বা পিতল কি দিয়ে তৈরি করা হয়? 

তামা ও দস্তা দিয়ে তৈরি করা হয়। 

স্টেইনলেস স্টল কি দিয়ে তৈরি করা হয়?

লোহা, কার্বন ও ক্রোমিয়াম দিয়ে।

বাংলাদেশে সাবমেরিন কেবল যুক্ত হয় কবে?

২১ মে ২০০৬ সালে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয় কবে?

বাংলাদেশ সময় ১১ মে ২০১৮ 

মৌলিক রং কয়টি? 

মৌলিক রং তিনটি ( লাল,নীল,সবুজ) 

কোন মাধ্যমে শব্দের বেগ বেশি এবং কম?

বাতাসে শব্দের বেগ কম আর কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি। 

কচুশাকে কোনটা বেশি থাকে?

লৌহ বেশি থাকে।

আরো পড়ুন 

বিগত সালের চাকরির পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ 


বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

তাপ পরিমাপক যন্ত্রের নাম কি? 

তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরিমিটার।

বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি?

রেইনগেজ।

গাছের বৃদ্ধি  পরিমাপক যন্ত্রের নাম কি?

ক্রেসকোগ্রাফ

শব্দের তীব্রতা মাপা যন্ত্রের নাম কি? 

অডিও মিটার।

সমুদ্রের গভীরতা নির্ণয় যন্ত্রের নাম কি?

ফ্যাদেমিটার দিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। 

সূক্ষ্মভাবে সময় নির্ণয় করার যন্ত্রের নাম কি? 

ক্রনোমিটার।

ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? 

সিসমোগ্রাফ। 

উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্রের নাম কি? 

ট্যাকো মিটার। 

আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?

আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রমিটার। 

তরলপদার্থের ঘনত্ব নির্ণয় করে হাইড্রোমিটার  দিয়ে।

বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? 

বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার।

বাতাসের গতি বেগ ও শক্তি মাপার যন্ত্রের নাম কি? 

অ্যানিমোমিটার । 

বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি.?

রেইনগেজ

দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? 

ল্যাক্টোমিটার।




কোন মন্তব্য নেই: