মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ টাইপ প্রশ্ন
বিগত সালের সকল সরকারি চাকরির পরীক্ষায় আসা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন পেতে ক্লিক করুন
বিগত সালের বুয়েট প্যাটার্ণ প্রশ্ন
মেটালার্জি কত ভাগে বিভক্ত?
উত্তর: ৪ ভাগে। ফিজিক্যাল, মেকানিক্যাল, প্রসেস বা কেমিক্যাল,পাউডার।
প্রসেস বা কেমিক্যাল মেটালার্জি আবার আবার তিন ভাগে বিভক্ত। পাইরো, হাইড্রো, ইলেকট্রো।
প্রধান প্রধান আয়রনের আকরিক।শতকরা হার ও রাসায়নিক সংকেত
হেমাটইট এর রাসায়নিক সংকেত Fe2O3. হেমাটাইটে লোহার পরিমাণ ৬৫% -৭৫%
ম্যাগনেটাইট এর রাসায়নিক সংকেত Fe3O4 ম্যাগনেটাইট এ লোহার পরিমাণ ৬৫%-৭৫%
লিমোনাইট এর সংকেত 2Fe2O3. 3H2O লিমোনাইট লৌহের পরিমাণ ৫০%-৬৫%
সিডারাইট এর সংকেত FeCo3 এবং লৌহের পরিমাণ ৪০-৫০%
ডেড মাইল্ড স্টীলে কার্বনের পরিমাণ কত?
উত্তর: ০.০০৮-০.১৫%
মাইল্ড স্টীলে কার্বনের পরিমাণ কত?
উত্তর: ০.১৫-০.৩০%
মিডিয়াম কার্বন স্টীলের পরিমাণ কত?
০.৩০-০.৭০%
হাই কার্বন স্টীলে কার্বনের পরিমাণ কত?
০.৭% - ২%
স্টীল উৎপাদনের পদ্ধতিগুলো
১. সিমেন্টেশন পদ্ধতি
২. ওপেন হার্থ পদ্ধতি
৩. ক্রুসিবল পদ্ধতি
৪. কনভার্টার পদ্ধতি
৫. ইলেকট্রিক পদ্ধতি
৬. লিনজ ডোনাইজ পদ্ধতি
ওপেন হার্থ চুল্লিতে কোন ধাতু তৈরি হয়?
উত্তর: স্টীল
কৌণিক ইন্সট্রুমেন্ট এর কৌণিক কতটুকু কৌণিক মাপা যায়?
উত্তর: ৫ মিনিট
সাইনবার কি ধরনের যন্ত্র?
উত্তর: কোণ পরিমাপক যন্ত্র
সার্বজনীন ডিভাইডার কোনটি?
উত্তর: ক্যালির্পার
বৃটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী ফিট কত প্রকার?
উত্তর: তিন প্রকার
ডিজিটাল মাইক্রোমিটার এর Least Count কত?
উত্তর: ০.০০১ মিমি
পরিদর্শন গেজ কোনটা?
উত্তর: Plug Gauge
টলারেন্স কত প্রকার?
উত্তর: দুই প্রকার
স্পিরিট লেভেল এর কাজ কী?
উত্তর: স্লোপ নির্ণয়
ভার্ণিয়ার ক্যালির্পার এর লিস্ট কাউন্ট কত?
উত্তর: ০.০০১"
কলমে ক্যাপ লাগানো কোন ধরনের ফিট?
উত্তর: রানিং
লিড পেনসিল এর লিড লাগানো কোন ধরনের ফিট?
উত্তর: পুশ ফিট
গিয়ার হোলে বুশ লাগানো কি ফিট?
উত্তর: পুল
Muntz metal এর সংকর উপাদান কী?
উত্তর: Zn এবং Cu
বিশুদ্ধ আয়রনে কার্বনের পরিমাণ কত?
উত্তর: ০.০০৮
সবচেয়ে বিশুদ্ধ তম লোহা কোনটি?
উত্তর: Wrought
আয়রনের Critical temperature শুরু হয় কখন?
উত্তর: ৮১০ ডিগ্রি সেলসিয়াস
রট আয়রনের কার্বনের পরিমাণ কত?
উত্তর: ০.০২
কোন আয়রনে মরিচা পড়ে না?
উত্তর: Wrought আয়রনে।
সাইন সেন্টারের মাধ্যমে কত ডিগ্রি কোণ পরিমাপ করা যায়?
উত্তর: ৬০ ডিগ্রি
Bevel protector এর লিস্ট কাউন্ট কত?
উত্তর: ৫ মিনিট।
আরো পড়ুন
লিফটিং জ্যাক সম্পর্কে সাধারণ জ্ঞান
No comments:
Post a Comment